ইবি নেবে অনার্স-মাস্টার্সের ফাইনাল পরীক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)

করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে অনার্স ও মাস্টার্সের ফাইনাল পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। তবে আবাসিক হল বন্ধ থাকবে। আবাসিক হল বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন সুবিধা পাবেন শিক্ষার্থীরা।

উপাচার্য শেখ আবদুস সালামের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের ১১৯তম সভায় এ সিদ্ধান্ত হয়। গতকাল মঙ্গলবার এ সভায় হয়।

বিভাগগুলো চাইলে স্বাস্থ্যবিধি মেনে অনার্স ও মাস্টার্সের পরীক্ষা গ্রহণ করতে পারবে। এ ক্ষেত্রে অগ্রাধিকার পাবেনÑঅনার্স শেষ বর্ষ, মাস্টার্স শেষ সেমিস্টার এবং পরীক্ষা শুরুর পর স্থগিত হওয়া শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ জানিয়েছেন, পরীক্ষা গ্রহণের যাবতীয় এখতিয়ার বিভাগগুলোকে দেওয়া হয়েছে। তবে করোনা পরিস্থিতির কারণে আবাসিক হল খোলা হচ্ছে না। এ ক্ষেত্রে আবাসন ব্যবস্থা শিক্ষার্থীদের নিজেদেরই ঠিক করতে হবে।

একাডেমিক কাউন্সিলের সভায় উপস্থিত ছিলেন সহ-উপাচার্য শাহিনুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগের সভাপতি ও অধ্যাপকেরা।