এবার আলিম পরীক্ষার্থীদের দুই সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

আলিম পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার্থীরা
ফাইল ছবি

চলতি বছরের আলিম পরীক্ষার্থীদের জন্য দুই সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। আগামী ৯ আগস্টের মধ্যে সুবিধাজনক সময়ে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা দিতে বলা হয়েছে। গতকাল মঙ্গলবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে এবারের আলিম পরীক্ষার্থীদের দুই সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে।

করোনাভাইরাসের থাবায় এক বছরের বেশি সময় ধরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এ পরিস্থিতিতে ২০২১ সালের আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হলো। এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের ৩০ সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে।
জানা গেছে, প্রথম দুই সপ্তাহে ২০২১ সালের আলিম পরীক্ষার্থীদের জন্য ১৩টি বিষয়ের ২৬টি অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বলছে, ২০২১ সালের আলিম পরীক্ষার্থীদের পুনর্বিন্যাসকৃত পাঠসূচির আলোকে ৯ আগস্টের মধ্যে সুবিধাজনক সময়ে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে অ্যাসাইনমেন্ট সরাসরি বা অনলাইনে শিক্ষা প্রতিষ্ঠানে জমা দেবে। এ কার্যক্রম পরিচালনার জন্য সব মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারদের বলা হয়েছে।

*অ্যাসাইনমেন্ট দেখতে এখানে ক্লিক করুন