এমবিবিএস ফাইনাল প্রফ পরীক্ষা স্থগিত

এমবিবিএস ফাইনাল প্রফ পরীক্ষা স্থগিত করা হয়েছে
ছবি: সংগৃহীত

কোভিড–১৯ সংক্রমণ বেড়ে যাওয়ায় নভেম্বর ২০২০–এর নতুন সিলেবাস ও জানুয়ারি ২০২১ পুরাতন সিলেবাসের এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শনিবার (৩ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চিকিৎসা অনুষদের ডিন ডা. শাহরিয়ার নবী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব মেডিকেল কলেজের ৪ এপ্রিল ২০২১ থেকে অনুষ্ঠিতব্য ফাইনাল পেশাগত এমবিবিএস নভেম্বর ২০২০ এবং জানুয়ারি ২০২১ পরীক্ষা কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে স্থগিত করা হলো। পরে পরীক্ষার সময়সূচি জানানো হবে।’ প্রথম ও দ্বিতীয় পেশাগত এমবিবিএস মে ও নভেম্বর ২০২০ অনুষ্ঠিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা স্বাস্থ্যবিবধি মেনে যথারীতি চলবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ছবি: সংগৃহীত

এর আগে গত ১৫ মার্চ ঢাবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, করোনার কারণে উদ্ভূত পরিস্থিতে স্থগিত হয়ে যাওয়া নভেম্বর ২০২০–এর নতুন সিলেবাস ও জানুয়ারি ২০২১ পুরাতন সিলেবাসের এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল থেকে। ৪ এপ্রিল থেকে শুরু হওয়া লিখিত পরীক্ষা ১৮ এপ্রিল পর্যন্ত চলবে। প্রতিটি মেডিকেলের পরীক্ষা তাদের নিজ নিজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা বেলা ২টায় শেষ হবে। এ ছাড়া অবজেকটিভ স্ট্রাকচারর্ড প্র্যাকটিক্যাল পরীক্ষা ২৫ এপ্রিল এবং ওরাল ও ব্যবহারিক পরীক্ষা আগামী ২৩ মে থেকে শুরু হবে।