এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাস : বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলো ফাইল ছবি

অধ্যায় ১

২৬. যুক্তফ্রন্ট কবে গঠিত হয়?

ক. ১৯৫২ সালে খ. ১৯৫৪ সালে

গ. ১৯৫৬ সালে ঘ. ১৯৬৬ সালে

২৭. যুক্তফ্রন্টের দফা ছিল কয়টি?

ক. ৬টি খ. ১১টি

গ. ২১টি ঘ. ২৫টি

২৮. কাকে আহ্বায়ক করে ১৯৫২ সালে ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ নতুনভাবে গঠিত হয়?

ক. আবদুল মতিন

খ. কামরুদ্দিন আহমদ

গ. আবুল কাশেম

ঘ. ড. মহিউদ্দিন আহমদ

২৯. কারাবন্দি শেখ মুজিবুর রহমান নেতা-কর্মীদের কোথায় ডেকে ২১ ফেব্রুয়ারি কর্মসূচি পালনের পরামর্শ দেন?

ক. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে

খ. ঢাকা মেডিকেল কলেজের সম্মুখ চত্বরে

গ. ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায়

ঘ. ঢাকা কেন্দ্রীয় কারাগারে

৩০. ১৯৫২ সালের ২৬ জানুয়ারি খাজা নাজিমুদ্দীনের ঘোষণার প্রতিবাদে ছাত্রসমাজ কত তারিখ ধর্মঘট পালন করে?

ক. ২৬ জানুয়ারি খ. ২৭ জানুয়ারি

গ. ৩০ জানুয়ারি ঘ. ২৯ জানুয়ারি

৩১. পাকিস্তান সরকার কোন হরফে বাংলা প্রচলনের উদ্যোগ নেয়?

ক. ইংরেজি হরফে খ. ফারসি হরফে

গ. উর্দু হরফে ঘ. আরবি হরফে

সঠিক উত্তর

অধ্যায় ১: ২৬. খ ২৭. গ ২৮. ক ২৯. ক ৩০. গ ৩১. ঘ

*লেখক: মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বািলকা উচ্চবিদ্যালয়

বাকি অংশ ছাপা হবে আগামীকাল