এসএসসি পরীক্ষার সিলেবাস : বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলো ফাইল ছবি

অধ্যায় ২

১৯. বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে আত্মসমর্পণকারী পািকস্তানি সেনার সংখ্যা কত ছিল?

ক. ৯২ হাজার খ. ৯৩ হাজার

গ. ৯০ হাজার ঘ. ৯৭ হাজার

২০. বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোন ধরনের দেশগুলোর সমর্থন ছিল লক্ষণীয়?

ক. আরব দেশ খ. সমাজতান্ত্রিক

গ. পুঁজিবাদী ঘ. উন্নয়নশীল দেশ

২১. কোন দলটি ১৯৭০ সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে?

ক. আওয়ামী মুসলিম লীগ

খ. মুসলিম লীগ গ. আওয়ামী লীগ

ঘ. কৃষক শ্রমিক পার্টি

২২. মুজিবনগর সরকার গঠন করা হয় ১৯৭১ সালের কত তারিখ?

ক. ১০ এপ্রিল খ. ১৭ এপ্রিল

গ. ৪ অক্টোবর ঘ. ১২ নভেম্বর

২৩. বাংলাদেশে সামরিক শাসনের সূত্রপাত ঘটে কত সালে?

ক. ১৯৭৪ খ. ১৯৭৫

গ. ১৯৭৬ ঘ. ১৯৭৭

২৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দেন ১৯৭১ সালের মার্চ মাসের কত তারিখ?

ক. ৭ মার্চ খ. ১৬ মার্চ

গ. ১৭ মার্চ ঘ. ২৭ মার্চ

২৫. ১৯৭১ সালের মার্চ মাসের কোন তারিখে পাকিস্তানি বাহিনী নৃশংস গণহত্যা শুরু করে?

ক. ৭ মার্চ খ. ২৫ মার্চ

গ. ২৬ মার্চ ঘ. ২৭ মার্চ

২৬. পাকিস্তানি বাহিনী কর্তৃক ২৫ মার্চ রাতে বাঙালির ওপর পরিচালিত হত্যাকাণ্ডের নাম কী?

ক. অপারেশন রিবেল হান্ট

খ. অপারেশন জ্যাকপট

গ. অপারেশন সার্চলাইট

ঘ. অপারেশন ফ্রিডম

২৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কোন ভাষায় ছিল?

ক. আরবি খ. বাংলা

গ. উর্দু ঘ. ইংরেজি

২৮. ১৯৭১ সালের কত তারিখে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে?

ক. ১৭ এপ্রিল খ. ২০ এপ্রিল

গ. ২৫ এপ্রিল ঘ. ১৫ আগস্ট

২৯. ভারত ১৯৭১ সালের কত তারিখ বাংলাদেশকে স্বীকৃতি দেয়?

ক. ৬ ডিসেম্বর খ. ৭ ডিসেম্বর

গ. ১৪ জানুয়ারি ঘ. ২৪ আগস্ট

৩০. ‘বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ’ আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় কবে?

ক. ১০ এপ্রিল খ. ১১ এপ্রিল

গ. ১৭ এপ্রিল ঘ. ১০ জুন

৩১. মুজিবনগর সরকারের প্রশাসনিক কাজ পরিচালনার জন্য মন্ত্রণালয় ছিল কয়টি?

ক. ৪টি খ. ৬টি

গ. ১০টি ঘ. ১২টি

৩২. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?

ক. এ এইচ এম কামারুজ্জামান

খ. সৈয়দ নজরুল ইসলাম

গ. খন্দকার মোশতাক আহমেদ

ঘ. এম মনসুর আলী

৩৩. ছাত্রলীগ প্রতিষ্ঠা হয় কত সালে?

ক. ১৯৪৭ খ. ১৯৪৯

গ. ১৯৫২ ঘ. ১৯৬৯

সঠিক উত্তর

অধ্যায় ২: ১৯. খ ২০. খ ২১. গ ২২. ক

২৩. খ ২৪. ক ২৫. খ ২৬. গ ২৭. ঘ ২৮. ক ২৯. ক ৩০. ক ৩১. ঘ ৩২. ঘ ৩৩. খ

*মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বািলকা উচ্চবিদ্যালয়