কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা পরীক্ষার মূল্যায়ন প্রক্রিয়া চূড়ান্ত

শিক্ষা মন্ত্রণালয়
ফাইল ছবি

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা পর্যায়ের পরীক্ষার মূল্যায়ন প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা পরীক্ষার জন্য মুদ্রিত প্রশ্নপত্রে মোট নম্বরের ৫০ শতাংশ নম্বরের উত্তর দিয়ে পরীক্ষা নেওয়া হবে।

বিজ্ঞপ্তি বলা হয়েছে, সব বিষয়ে তিন ঘণ্টার পরীক্ষা দুই ঘণ্টা এবং দুই ঘণ্টার পরীক্ষা দেড় ঘণ্টায় নেওয়া হবে। প্রতি বিষয়ে পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে দ্বিগুণ করে ফলাফল নির্ধারণ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলমান বৈশ্বিক অতিমারি কোভিড-১৯–এর কারণে চলতি বছরে কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় অনুষ্ঠেয় ডিপ্লোমা পর্যায়ের বিভিন্ন শিক্ষাক্রমের পর্ব সমাপনী পরীক্ষাগুলো (নিয়মিত ও অনিয়মিত) যথাসময়ে গ্রহণ করা সম্ভব হয়নি। ফলে ডিপ্লোমা পর্যায়ের পরীক্ষার মূল্যায়ন প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে।