ঘ ইউনিটের মধ্য দিয়ে শেষ হলো ঢাবির এবারের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষে কেন্দ্রের সামনে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়। সমাজবিজ্ঞান অনুষদ, ঢাকা, ২৩ অক্টোবর
ছবি: শুভ্র কান্তি দাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার মূল পর্ব৷ বিগত বছরগুলোতে বিভিন্ন ইউনিটের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির অভিযোগ উঠলেও এবার সে ধরনের কোনো খবর পাওয়া যায়নি৷ ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবেই’ প্রতিটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷

আজ বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঘ ইউনিটের পরীক্ষা হয়। এবারই প্রথমবারের মতো ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের প্রধান বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয়েছে। আগামী ২৬ অক্টোবর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন্দ্রে চারুকলা অনুষদভুক্ত চ ইউনিটের অঙ্কন (ফিগার ড্রয়িং) পরীক্ষা হবে। এর মধ্য দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তিযুদ্ধ শেষ হবে।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঘ ইউনিটের পরীক্ষা চলাকালে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের অভিভাবক ও স্বজনেরা কেন্দ্রগুলোর বাইরে অবস্থান করেন। ক্যাম্পাসের কলাভবন, গ্রন্থাগার ও কার্জন হল এলাকায় ছিল ছাত্রলীগের হেল্প ডেস্ক ও জয় বাংলা বাইক সার্ভিস। ছাত্রদল ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করেছে। ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন ছাত্রসংগঠন ও জেলা-উপজেলা সংগঠনের পক্ষ থেকেও ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের জন্য ছিল সহযোগিতার নানা উদ্যোগ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫টি ইউনিটে ৭ হাজার ১৪৮টি আসনের বিপরীতে এবার মোট আবেদন পড়েছিল ৩ লাখ ২৪ হাজার ৩৪০টি৷ সে হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়েছেন ৪৫ জন। ঘ ইউনিটে ১ হাজার ৫৭০ আসনের বিপরীতে ১ লাখ ১৫ হাজার ৮৮১ জন আবেদন করেছিলেন।

পরীক্ষা শেষে একাধিক ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী প্রথম আলোকে বলেছেন, ঘ ইউনিটের প্রশ্ন সহজই হয়েছে৷

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য মো. আখতারুজ্জামান। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ, সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল, ঘ ইউনিট ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী সাদেকা হালিম, প্রক্টর এ কে এম গোলাম রব্বানী প্রমুখ এ সময় উপাচার্যের সঙ্গে ছিলেন।

পরিদর্শন শেষে উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে৷ এর মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষার মূল পর্ব শেষ হলো৷ ভর্তি পরীক্ষায় সার্বিক সহযোগিতার জন্য পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি৷