জীববিজ্ঞান | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৪

৪৩. কোন পরিবেশে সালোকসংশ্লেষণ সম্পূর্ণ বন্ধ থাকে?

ক. কার্বন ডাই–অক্সাইডবিহীন

খ. অক্সিজেনবিহীন

গ. ক্লোরোফিলবিহীন

ঘ. মিথেনবিহীন

৪৪. ক্লোরোফিলের প্রধান উপকরণ—

i. অক্সিজেন

ii. নাইট্রোজেন

iii. ম্যাগনেশিয়াম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৫. কোন পাতায় সবচেয়ে বেশি সালোকসংশ্লেষণ ঘটে?

ক. কমবয়সী খ. মধ্যবয়সী

গ. প্রাপ্তবয়সী ঘ. কচিবয়সী

৪৬. কখন উদ্ভিদের পাতায় বেশি শর্করা জমা হয়?

ক. সকালে খ. দুপুরে

গ. বিকেলে ঘ. রাতে

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৪৩. খ ৪৪. গ ৪৫. খ ৪৬. গ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল