জেএসসির সনদ পেতে করতে হবে অনলাইনে ফরম পূরণ

ফাইল ছবি

জেএসসির সার্টিফিকেট পেতে শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণ করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে এ ফরম পূরণ করতে হবে। ফরম পূরণের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ফি বাবদ কোনো অর্থ নেওয়া যাবে না। করোনা মহামারি থেকে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে গেল বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা হয়নি। নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষকদের মূল্যায়নের ভিত্তিতে নবম শ্রেণিতে উন্নীত হয়েছে শিক্ষার্থীরা। অন্য বছরের মতো শিক্ষার্থীরা সার্টিফিকেট এবারও পাবে। গতকাল রোববার (১৭ জানুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বলছে, ২০২০ সালে সরাসরি পরীক্ষা না নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের মূল্যায়নের মাধ্যমে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নবম শ্রেণিতে উত্তীর্ণ করা হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়ার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে শিক্ষা বোর্ড।

ফরম পূরণের জন্য সম্ভাব্য শিক্ষার্থীদের তালিকা ২১ জানুয়ারি ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এরপর নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানকে তার ইআইআইএন এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে ২৩ থেকে ৩১ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের ইএফএফ (ইলেকট্রনিক ফরম পূরণ) করতে হবে। ইলেকট্রনিক ফরম পূরণ করতে কোনো ফি শিক্ষা বোর্ডকে দিতে হবে না।

https://dhakaeducationboard.gov.bd তে ঢুঁ মেরে প্রতিষ্ঠানগুলোকে ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে probabble list–এ যেতে হবে এবং প্রিন্ট করে হার্ডকপিতে লাল কালি ব্যবহার করে টিক চিহ্ন দিয়ে শিক্ষার্থী সিলেক্ট করতে হবে। হার্ডকপিতে probabble list–এ চিহ্নিত শিক্ষার্থীর তথ্য মিলিয়ে কম্পিউটারে প্রদর্শন করা লিস্ট থেকে সিলেক্ট করতে হবে। খসড়া তালিকা বা Temporary list প্রিন্ট করে ভালোভাবে যাচাই করে প্রয়োজন হলে সিলেক্ট ও আনসিলেক্ট করা যাবে। ফাইনাল ক্যান্ডিডেট লিস্ট থেকে প্রতি পৃষ্ঠায় প্রতিষ্ঠানপ্রধানকে স্বাক্ষর করতে হবে। ফাইনাল সাবমিট বাটনে ক্লিক না করলে ফরম পূরণ হবে না। আর ফাইনাল সাবমিট না হলে শিক্ষার্থীদের উত্তীর্ণ সনদ দেওয়া হবে না।

জেএসসির সনদ পেতে করতে হবে অনলাইনে ফরম পূরণ.pdf