এইচএসসি পরীক্ষার প্রস্তুতি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি| বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১

৬৮. ক্রায়োসার্জারির সুবিধা হলো—

i. এতে রোগীর ঝঁুকি কম

ii. ব্যথানাশক ব্যবহৃত হয় না

iii. কাটাছেঁড়ার প্রয়োজন কম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৯. কোথায় স্পেস স্টেশন স্থাপিত হয়েছে?

ক. সূর্যের কক্ষপথে

খ. মঙ্গলগ্রহে

গ. পৃথিবীতে

ঘ. পৃথিবীর কক্ষপথে

৭০. চন্দ্রে অবতরণকারী প্রথম মনুষ্যবাহী মহাকাশযানের নাম কী?

ক. অ্যাপোলো -১১

খ. স্পুটনিক -২

গ. স্পুটনিক -১

ঘ. লুনা -৯

৭১. মহাকাশযানগুলো বর্তমানে ব্যবহৃত হয় যে কাজে—

i. স্পেস স্টেশনে মালামাল পৌঁছানোর কাজে

ii. কৃত্রিম উপগ্রহ স্থাপনের কাজে

iii. মঙ্গলগ্রহে অভিযানের কাজে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭২. ‘ক্যাড’ বলতে কী বোঝায়?

ক. কম্পিউটার এইডেড ডিরেকশন

খ. কন্ট্রোল এইডেড ডিজাইন

গ. কম্পিউটার এইডেড ডিজাইন

ঘ. কন্ট্রোল এইডেড ডিরেকশন

৭৩. কোনটি নতুন পণ্যের ডিজাইন তৈরিতে প্রয়োজন?

ক. CAD খ. MICR

গ. ATM ঘ. CCTV

৭৪. উৎপাদনব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে—

i. টেলিপোর্ট সেবা

ii. টেলিযোগাযোগ সেবা

iii. ইন্টারনেট সেবা

নিচের কোনটি সঠিক?

ক. i ও iii খ. i ও ii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭৫. আইসিটি নির্ভর উৎপাদনব্যবস্থার উদাহরণ হলো—

i. কম্পিউটারের সাহায্যে পণ্যের মান নিয়ন্ত্রণ

ii. ঝুঁকিপূর্ণ কাজে রোবটের ব্যবহার

iii. স্বয়ংক্রিয় উৎপাদন ব্যবস্থাপনা

নিচের কোনটি সঠিক?

ক. i ও iii খ. i ও ii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১: ৬৮. খ ৬৯. ঘ ৭০. ক ৭১. ঘ ৭২. গ ৭৩. ক ৭৪. গ ৭৫. ঘ


প্রকাশ কুমার দাস, মাস্টার ট্রেইনার
সহকারী অধ্যাপক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা