এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস: তথ্য ও যোগাযোগপ্রযুক্তি | বহুনির্বাচনি প্রশ্ন

ফাইল ছবি

অধ্যায় ১

১১২. ইলেকট্রনিক পদ্ধতিতে সেবা প্রদানকে কী বলা হয়?

ক. E-service

খ. E-governance

গ. E-commerce

ঘ. E-learning

১১৩. ই-সেবার প্রধান বৈশিষ্ট্য—

ক. বেশি খরচ কিন্তু স্বল্প সময়ে সেবা প্রদান

খ. স্বল্প খরচ এবং স্বল্প সময়ে সেবা প্রদান

গ. মোবাইল ফোনের ব্যবহার

ঘ. বিনা মূল্যে সেবা প্রদান

১১৪. ই-সেবার আওতাধীন সেবা—

i. ই-স্বাস্থ্যসেবা

ii. এমটিএস

iii. ই-টিকিট

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১১৫. অনলাইন আয়কর হিসাব করার ক্যালকুলেটর কোন ধরনের সেবা?

ক. ই-গভর্ন্যান্স খ. ই-সেবা

গ. এমটিএস ঘ. মোবাইল সেবা

১১৬. মোবাইল ফোনের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদানের পদ্ধতি হলো—

ক. ই-পর্চা

খ. ই-স্বাস্থ্যসেবা

গ. টেলিমেডিসিন

ঘ. মোবাইল টিকেটিং

১১৭. দেশের হাসপাতালগুলোতে বর্তমানে কোন ধরনের সেবা প্রদান করা হচ্ছে?

ক. ই-পর্চা খ. ই-কমার্স

গ. টেলিমেডিসিন ঘ. ই-টিকেটিং

১১৮. বাংলাদেশ রেলওয়ে ট্রেনের টিকিট সংগ্রহের যে সেবা চালু করেছে তার নাম—

ক. ই-টিকেটিং খ. ই-কমার্স

গ. ইন্টারনেট ঘ. রেলওয়ে সার্ভিস

১১৯. E-commerce-এর পূর্ণরূপ—

ক. Electro commerce

খ. Electric commerce

গ.Electronic commerce

ঘ. Electronics commerce

১২০. কম্পিউটারের সাহায্যে কেনা–বেচার পদ্ধতিকে বলে—

ক. ইন্টারনেট খ. ই-কমার্স

গ. ই-মেইল ঘ. ওপরের সব কটি

১২১. E-commerce ব্যবস্থায় ক্রেতা পণ্যের মূল্য পরিশোধ করেন কীভাবে?

ক. মোবাইল ব্যাংকিং

খ. ব্যাংক চেক

গ. সরাসরি দোকানে গিয়ে

ঘ. ডাক যোগাযোগ

১২২. COD-এর পূর্ণরূপ কোনটি?

ক. Cash Over Delivery

খ. Cash On Delivery

গ. Cash Before Delivery

ঘ. Cash After Delivery

১২৩. COD দ্বারা বোঝায়—

i. প্রাপ্তির পর পরিশোধ

ii. ক্যাশ অন ডেলিভারি

iii. বিল পরিশোধ পদ্ধতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১২৪. E-commerce ব্যবস্থায় পণ্য প্রাপ্তির পর বিল পরিশোধ করার পদ্ধতিকে কী বলে?

ক. Internet খ. COD

গ. MTS ঘ. ATM

১২৫. বাংলাদেশে ই-কমার্সের প্রসার ঘটতে থাকে কোন সাল থেকে?

ক. ২০১০-২০১১ খ. ২০১১-২০১২

গ. ২০১৩-২০১৪ ঘ. ২০১৪-২০১৫

১২৬. পণ্যের বিজ্ঞাপন প্রচারের মাধ্যম—

i. টিভি

ii. ওয়েবসাইট

iii. সংবাদপত্র

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১: ১১২. ক ১১৩. খ ১১৪. ঘ ১১৫. খ ১১৬. খ ১১৭. গ ১১৮. ক ১১৯. গ ১২০. খ ১২১. ক ১২২. খ ১২৩. ঘ ১২৪. খ ১২৫. খ ১২৬. ঘ