সপ্তম শ্রেণির বাংলা ২য় পত্র: বহুনির্বাচনি প্রশ্ন
ভাষা
১৫. ভৌগোলিক ব্যবধান বা অঞ্চলভেদে ভাষার যে বৈচিত্র্য দেখা যায় তাকে কী বলে?
ক. উপভাষা খ. সাধু ভাষা
গ. চলিত ভাষা ঘ. লেখ্য ভাষা
১৬. বাংলা ভাষায় চলিতরীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি?
ক. আভিজাত্যপূর্ণ
খ. পদবিন্যাস সুনির্দিষ্ট
গ. কৃত্রিমতাবর্জিত
ঘ. কাঠামো অপরিবর্তনীয়
১৭. কথাবার্তা, বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা অধিক উপযোগী?
ক. চলিত ভাষা খ. সাধু ভাষা
গ. কথ্য ভাষা ঘ. সব কটিই
১৮. সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি?
ক. তৎসম খ. বিদেশি
গ. দেশি ঘ. তদ্ভব
১৯. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, বাংলা ভাষার উদ্ভব কাল কত সালে?
ক. ৬৪০ খ. ৬৪৫
গ. ৬৫০ ঘ. ৭৫০
২০. বাংলা ভাষার উদ্ভব হয়েছে কত শতকে?
ক. সপ্তম খ. অষ্টম
গ. একাদশ ঘ. দ্বাদশ
২১. কোন ভাষারীতি শুধু লেখায় ব্যবহৃত হয়?
ক. সাধু ভাষারীতি
খ. চলিত ভাষারীতি
গ. আঞ্চলিক ভাষারীতি
ঘ. প্রমিত ভাষারীতি
২২. ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী?
ক. সাধুরীতি খ. আঞ্চলিক রীতি
গ. চলিত রীতি ঘ. কথ্যরীতি
২৩. চলিত ভাষারীতির বৈশিষ্ট্য কোনটি?
ক. সর্বজনগ্রাহ্য, মার্জিত ও গতিশীল
খ. পদবিন্যাস রীতি সুনির্দিষ্ট
গ. তত্সম শব্দের আধিক্য
ঘ. গুরুগম্ভীর, দুর্বোধ্য, মন্থর
২৪. ভাষাকে কিসের বাহন বলা হয়?
ক. ভাবের খ. অন্তরের
গ. ধ্বনির ঘ. কাজের
২৫. পৃথিবীতে কত হাজারের কাছাকাছি ভাষা প্রচলিত আছে?
ক. প্রায় এক হাজার
খ. প্রায় সাড়ে তিন হাজার
গ. প্রায় সাড়ে চার হাজার
ঘ. প্রায় সাড়ে সাত হাজার
২৬. নিচের কোনটি চলিত রীতির বৈশিষ্ট্য?
ক. গুরুগম্ভীর
খ. অপরিবর্তনীয়
গ. তত্সম শব্দবহুল
ঘ. পরিবর্তনশীল
২৭. সাধু ও চলিত ভাষারীতির পার্থক্য কোন পদে বেশি?
ক. বিশেষ্য ও ক্রিয়া পদে
খ. বিশেষ্য ও বিশেষণ পদে
গ. ক্রিয়া ও সর্বনাম পদে
ঘ. বিশেষণ ও অব্যয় পদে
সঠিক উত্তর
ভাষা: ১৫. ক ১৬. গ ১৭. ক ১৮. ক ১৯. গ
২০. ক ২১. ক ২২. ক ২৩. ক ২৪. ক ২৫. খ ২৬. ঘ ২৭. গ