পঞ্চম শ্রেণির পড়াশোনা : বাংলা | এক কথায় প্রকাশ

যা হবেই—অবধারিত।

শত্রু দিয়ে বেষ্টিত—অবরুদ্ধ।

নিজে অনেক বড় কেউ এ রকম মনে করা — অহংকার।

সাদাসিধে যে—অনাড়ম্বর।

অসীম সাহস আর অদম্য শক্তি—অমিত তেজ।

আচ্ছন্ন হয়ে পড়া—অভিভূত।

তলোয়ার নিয়ে যুদ্ধ করার বিদ্যা—অসি চালনা ।

যার মূল্য নির্ধারণ করা যায় না—অমূল্য।

ছাউনি দিয়ে—আচ্ছাদন।

নিজের জীবন উত্সর্গ করেছেন যিনি— আত্মদানকারী।

সম্পূর্ণরূপে অন্যের বশ্যতা স্বীকার—আত্মসমর্পণ।

আবর্জনা ফেলার জায়গা—আস্তাকুঁড়।

বসবাসের জায়গা—আস্তানা।

সারা শরীরে—আষ্টেপৃষ্ঠে।

প্রতিমুহূর্ত অপেক্ষা করা—উদগ্রীব।

দুই পাহাড়ের মাঝখানের সমতল ভূমি— উপত্যকা।

নদী ও সাগরের ঢেউ—ঊর্মি।

যাঁরা ইতিহাস লেখেন বা ভালো জানেন— ঐতিহাসিক।

যে কাহিনি কল্পনা করে লেখা হয়—কল্পকাহিনি।

জেলখানা বা কারাগারে আটক রাখা—কারারুদ্ধ।

একধরনের ছোট্ট সাদা ঝিনুক—কড়ি।

পাখির ডাকাডাকির আওয়াজ—কিচিরমিচির।

মূল্য দিয়ে যে গোলাম কেনা হয়—ক্রীতদাস।

রাজার ছেলে—রাজকুমার।

মাথা নত করে অভিবাদন করা—কুর্নিশ।

হাতে পরার গয়না—কাঁকন।

অনেক মানুষের শোরগোল—কোলাহলকল।

সৈনিকদের অস্থায়ী ঘাঁটি—ক্যাম্প।


খন্দকার আতিক, শিক্ষক
উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা