এইচএসসি পরীক্ষার প্রস্তুতি: বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্ন

আমার পথ

নিচের উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।

ভুল করে যে দুঃখ পায়, তার ভুল করা সার্থক। আর ভুল করলেও যে নির্বিকার, আত্মবিচার যার নাই তার কাছে সত্য-মিথ্যা, পাপ–পুণ্য, অর্থশূন্য শব্দ ছাড়া আর কিছুই নয়।

২৭. উদ্দীপকের সাথে তোমার পঠিত নিচের কোন রচনার সাদৃশ্য রয়েছে?

ক. আহ্বান খ. নেকলেস

গ. বিড়াল ঘ. আমার পথ

২৮. উদ্দীপকে প্রাবন্ধিকের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে—

i. ভুল স্বীকার করার মানসিকতা

ii. সত্যের পক্ষাবলম্বন

iii. ভুল স্বীকারে নির্বিকার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৯. সত্য যে কঠিন/কঠিনেরে ভালোবাসিলাম/সে কখনো করে না বঞ্চনা। উদ্দীপকের ভাবনার সাথে ‘আমার পথ’ প্রবন্ধের কোন ভাবনাটির সাথে সম্পর্কযুক্ত?

ক. আত্মাকে চেনা খ. সত্যকে নমস্কার

গ. সহজ স্বীকারোক্তি ঘ. পদানত থাকা

সঠিক উত্তর

আমার পথ: ২৭. ঘ ২৮. ক ২৯. গ