এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস: বাংলাদেশ ও বিশ্বপরিচয় | বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায় ৬
৩৮. সংবিধানের কোন অনুচ্ছেদে চিন্তা, বিবেক ও মতপ্রকাশের স্বাধীনতা প্রদান করা হয়েছে?
ক. ২৯ অনুচ্ছেদ খ. ৩৯ অনুচ্ছেদ
গ. ১৯ অনচ্ছেদ ঘ. অনুচ্ছেদ
৩৯. রেজা সাহেব ১৯৭০ সালের নির্বাচনে ভোট প্রদান করেন। তিনি কোন অধিকার বলে ভোটাধিকার প্রয়োগ করেন?
ক. সমতা খ. বৈষম্য
গ. রাজনৈতিক ঘ. এক ব্যক্তির এক ভোট
৪০. রাষ্ট্রের মৌলিক কর্তব্য কোনটি?
ক. আইন প্রবর্তন
খ. জনগণকে শিক্ষাদান
গ. স্বাস্থ্যসেবা নিশ্চিত করা
ঘ. জনগণের আর্থিক উন্নতি নিশ্চিত করা
৪১. কিসের মাধ্যমে দরিদ্র, প্রান্তিক ও সুবিধা বঞ্চিত মানুষের উন্নয়ন নিশ্চিত করা যাবে?
ক. আইন খ. তথ্য অধিকার
গ. রাজনৈতিক দল ঘ. আদালতের প্রাধান্য
৪২. সার্বভৌমত্বের আদর্শ কী?
ক. সরকার খ. প্রজাতন্ত্র
গ. আইন ঘ. ভৌগোলিক অখণ্ডতা
৪৩. আইনের উৎস কোনটি?
ক. ন্যায়বোধ খ. শৃঙ্খলা
গ. চিন্তা ঘ. সৌজন্য
৪৪. অর্থ ও সম্পদের যথাযথ ব্যবস্থাপনা রাষ্ট্রের কোন কর্মকাণ্ডের মধ্যে পড়ে?
ক. অপরিহার্য খ. ঐচ্ছিক
গ. আঞ্চলিক ঘ. স্বৈরাচারী
সঠিক উত্তর
অধ্যায় ৬: ৩৮. খ ৩৯. ঘ ৪০. ক ৪১. খ ৪২. গ ৪৩. ক ৪৪. ক