বাউবির বিএ, বিএসএস ও বিবিএস পরীক্ষার সূচি প্রকাশ

বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বিএ, বিএসএস এবং বিবিএস পরীক্ষার সূচি ঘোষণা করেছে। বিএ ও বিএসএসের প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টার পরীক্ষা শুরু হবে আগামী ৪ জুন থেকে। পরীক্ষা শেষ হবে ২৭ আগস্ট। বিবিএস পরীক্ষা ৪ জুন শুরু হবে। এ পরীক্ষা শেষ হবে ৬ আগস্ট। সম্প্রতি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরীক্ষার এসব সূচি প্রকাশ করেছে।

বিএ ও বিএসএস পরীক্ষার সূচিতে বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষাকক্ষে প্রবেশ করতে হবে। পরীক্ষা শুরুর পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষাকক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না। পরিচয়পত্র ছাড়া পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না। পরীক্ষাকেন্দ্রে প্রবেশে মাস্ক পরা বাধ্যতামূলক। এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা কোভিড-১৯ ভাইরাসসংক্রান্ত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। আর লিথোকোডযুক্ত উত্তরপত্রে শিক্ষার্থীর আইডি নম্বর, প্রোগ্রোম কোড (২৩) এ প্রশ্নপত্র কোড ইংরেজিতে নির্ভুলভাবে লিখতে হবে।

*বাউবির বিএ, বিএসএস এবং বিবিএস পরীক্ষার সূচি ঘোষণা করেছে।