বাড়িতে বসে এসএসসির ফরম পূরণের উদ্যোগ যশোর বোর্ডের

যশোর শিক্ষা বোর্ড শিক্ষার্থীদের বাড়িতে বসেই পরীক্ষার ফরম পূরণ করানোর উদ্যোগ নিয়েছে
ছবি: সংগৃহীত

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এবার উদ্যোগ নিচ্ছে শিক্ষার্থীদের বাড়িতে বসেই পরীক্ষার ফরম পূরণ করানোর। চলতি বছরের এসএসসি পরীক্ষার ফরম পূরণ দিয়ে শুরু হতে পারে এই কার্যক্রম।

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বাসসকে বলেন, ‘আমরা চেষ্টা করছি সরাসরি শিক্ষার্থীরাই যেন এই ফরম পূরণ করতে পারে। এ জন্য সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ চলছে। একটি সিস্টেমের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি যুক্ত করে দেওয়া হবে। আমরা আশা করছি, দু–এক দিনের মধ্যেই কাজটি শেষ হবে। এটা হয়ে গেলে শিক্ষার্থীরা নিজেরাই বাড়িতে বসে নিজেদের ফরম পূরণ করতে পারবে।’

জানা গেছে, শিক্ষক-শিক্ষার্থীরা যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সব ধরনের সেবা অনলাইনে পেয়ে থাকেন। এ ছাড়া শিক্ষার মানোন্নয়নে শিক্ষা বোর্ড গড়ে তুলেছে বিশাল ‘প্রশ্নব্যাংক’।