বিজয় দিবসে শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতা

মহান বিজয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের জন্য রচনা লেখার প্রতিযোগিতার আয়োজন করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। প্রতিযোগিতায় অংশ নিতে শিক্ষার্থীদের তিনটি বিভাগে ভাগ করা হয়েছে। ‘বঙ্গবন্ধু ও আমাদের বিজয়’ শিরোনামে রচনা পাঠাতে হবে প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের।

শিক্ষার্থীদের তিনটি গ্রুপের মধ্য ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা ‘ক’ বিভাগে, নবম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা ‘খ’ বিভাগে এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ‘গ’ বিভাগে রচনা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। রচনা প্রতিযোগিতার জন্য প্রতি জেলার প্রতিটি গ্রুপ (ক, খ ও গ) থেকে একজন করে ও জাতীয় পর্যায়ে প্রতি বিভাগে ১০ জন শ্রেষ্ঠ লেখককে পুরস্কৃত করা হবে।

শিক্ষার্থীদের ‘বঙ্গবন্ধু ও আমাদের বিজয়’ শিরোনামে ১ হাজার শব্দের রচনা লিখতে হবে। ২৩ ডিসেম্বরের মধ্যে রচনা শিক্ষাপ্রতিষ্ঠানে জমা দিতে হবে। প্রতিষ্ঠানপ্রধান সেই রচনা ২৪ ডিসেম্বরের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠাবেন।

আগ্রহী শিক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিটি দেখতে পারে।

শিক্ষার্থীদের ‘বঙ্গবন্ধু ও আমাদের বিজয়’ শিরোনামে ১ হাজার শব্দের রচনা লিখতে হবে। ২৩ ডিসেম্বরের মধ্যে রচনা শিক্ষাপ্রতিষ্ঠানে জমা দিতে হবে। প্রতিষ্ঠানপ্রধান সেই রচনা ২৪ ডিসেম্বরের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠাবেন।

আগ্রহী শিক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিটি দেখতে পারে।