এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস: ভূগোল | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ২

৫. দিনে ও রাতের মধ্যে আলোর বিশেষ তারতম্য থাকে না কোন গ্রহে?

ক. শনি খ. শুক্র

গ. পৃথিবী ঘ. মঙ্গল

৬. উত্তর গোলার্ধে কত তারিখে দীর্ঘতম দিন হয়?

ক. ২২ ডিসেম্বর খ. ২৩ সেপ্টেম্বর

গ. ২১ জুন ঘ. ২১ মার্চ

৭. ঢাকায় পৃথিবীর আহ্নিক গতির বেগ কত?

ক. ১৬০ কি.মি.

খ. ১,৬০০ কি.মি.

গ. ১৬,০০০ কি.মি.

ঘ. ১,৬০,০০০ কি.মি.

৮. পৃথিবী ছাড়া কোন গ্রহে গিরিখাত ও আগ্নেয়গিরি দেখা যায়?

ক. বৃহস্পতি খ. ইউরেনাস

গ. মঙ্গল ঘ. শনি

৯. নিরক্ষরেখা থেকে উত্তর দিকে ও দক্ষিণ দিকে দুই মেরু পর্যন্ত কত ডিগ্রি?

ক. ৪৫ খ. ৭৫

গ. ৮৫ ঘ. ৯০

১০. পৃথিবীর সর্ববৃহৎ পরিধি কোনটি?

ক. মেরুদেশীয় খ. কর্কটক্রান্তীয়

গ. মকরক্রান্তীয় ঘ. নিরক্ষীয়

১১. কোন রেখা থেকে পূর্ব ও পশ্চিমের অবস্থান জানা যায়?

ক. দ্রাঘিমারেখা খ. মূল মধ্যরেখা

গ. অক্ষরেখা ঘ. সমাক্ষরেখা

১২. নীহারিকা-এর ইংরেজি শব্দ কী?

ক. Meteor খ. Nebulae

গ. Comet ঘ. Milky Way

১৩. বিজ্ঞানীদের মতে ছায়াপথ কেমন?

ক. উপবৃত্তাকার মণ্ডল

খ. সর্পিলাকার মণ্ডল

গ. চক্রাকার মণ্ডল

ঘ. সরলরৈখিক মণ্ডল

১৪. Orion কী?

ক. ক্যালসিওপিয়া খ. আদমসুরত

গ. লঘুসপ্তর্ষি ঘ. এরিডানাস

১৫. নীহারিকাসমূহ কোন পদার্থে পূর্ণ?

ক. গ্যাসীয় খ. কঠিন

গ. তরল ঘ. পাথুরে

১৬. উত্তর মেরুতে ঠিক মাথার ওপর ধ্রুবতারার উন্নতি কত ডিগ্রি?

ক. ০ খ. ৯০

গ. ১৮০ ঘ. ৩৬০

১৭. পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টোরাই-এর দূরত্ব কত আলোকবর্ষ?

ক. ৩.২ খ. ৪.২

গ. ৪.৮ ঘ. ৫.২

১৮. উল্কার ইংরেজি প্রতিশব্দ কোনটি?

ক. Comet খ. Stars

গ. Meteor ঘ. Nebulae

১৯. ধূমকেতু কী?

ক. জ্যোতিষ্ক খ. সৌরজগৎ

গ. গ্রহ ঘ. নক্ষত্র

২০. কোন কোন গ্রহের কোনো উপগ্রহ নেই?

ক. বুধ ও মঙ্গল খ. বুধ ও শনি

গ. বুধ ও শুক্র ঘ. শুক্র ও নেপচুন

২১. ইউরেনাসের উপগ্রহ কোনটি?

ক. টাইটান খ. মেরাডি

গ. এরিয়েল ঘ. গ্যানিমেড

২২. সূর্যের ভর কত?

ক. ১.৯৯ × ১০১৩ কি.গ্রাম

খ. ১.৯৯ × ১০১২ কি.গ্রাম

গ. ১.৯৯ × ১০২৩ কি.গ্রাম

ঘ. ১.৯৯ × ১০০১৩ কি.গ্রাম

২৩. আমরা যে সূর্য দেখি সেটি মূলত একটি কী?

ক. গ্রহ খ. উপগ্রহ

গ. নক্ষত্র ঘ. উল্কা

সঠিক উত্তর

অধ্যায় ২: ৫. খ ৬. গ ৭. খ ৮. গ ৯. ঘ

১০. ঘ ১১. খ ১২. খ ১৩. গ ১৪. খ ১৫. ক ১৬. খ ১৭. খ ১৮. গ ১৯. ক ২০. গ ২১. গ ২২. ক ২৩. গ