মাধ্যমিকের অষ্টম সপ্তাহে ৭ বিষয়ের অ্যাসাইনমেন্ট প্রকাশ

গরমে স্কুলে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে হাতপাখা দিয়ে বাতাস করতে করতে বাড়ি ফিরছে শিক্ষার্থীরা। কাঁচারিবাজার, রংপুর, ৩ জুন
ছবি: মঈনুল ইসলাম

মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণির অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানোসহ প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রাখতে এ ব্যবস্থা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

২০ জুন প্রকাশিত অ্যাসাইনমেন্ট রয়েছে ইংরেজি, বাংলা, উচ্চতর গণিত, চারু ও কারুকলা, কৃষিশিক্ষা, গার্হস্থ্যবিজ্ঞান ও অর্থনীতি বিষয়ের পাঠ।

এর আগে লকডাউনের কারণে অ্যাসাইনমেন্ট কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। এরপর গত ২৪ মে মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট কার্যক্রম পুনরায় চালু করতে বিভাগীয় উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।

২০২০ শিক্ষাবর্ষের মতো ২০২১ শিক্ষাবর্ষের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ষষ্ঠ থেকে নবম শ্রেণির সব শিক্ষার্থীকে দেওয়ার নির্দেশ রয়েছে অফিস আদেশে। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে অ্যাসাইনমেন্ট বাস্তবায়নে প্রয়োজনীয় নেওয়ার জন্য প্রতিষ্ঠানপ্রধানসহ উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।

করোনার কারণে ২০২০ সালের ১৮ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক শ্রেণি কার্যক্রম বন্ধ ছিল। এরপর শিক্ষার্থীদের নির্ধারিত পাঠ্যসূচি অনুযায়ী শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করাতে অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করা হচ্ছে।

অ্যাসাইনমেন্টের মাধ্যমে তাদের অর্জিত শিখনফল নির্ণয় করা হবে। পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সপ্তাহভিত্তিক শিক্ষার্থী মূল্যায়ন বিবেচনায় নিয়ে অ্যাসাইনমেন্ট প্রণয়ন করা হয়েছে। সপ্তাহের শুরুতে শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা তাদের অ্যাসাইনমেন্ট শেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে জমা দিয়ে নতুন অ্যাসাইনমেন্ট গ্রহণ করছে।

অনলাইনে বা সামাজিক দূরত্ব মেনে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেওয়া এবং গ্রহণ করতে বলা হয়েছে স্কুলগুলোকে। কোনো শিক্ষার্থী যেন অর্থনৈতিক চাপের মুখে না পড়ে, সে বিষয় নিশ্চিত করতে বলা হয়েছে। অ্যাসাইনমেন্ট ছাড়া কোনো ধরনের পরীক্ষা বা বাড়ির কাজ শিক্ষার্থীদের দেওয়া যাবে না।

অতি উত্তম, উত্তম, ভালো, অগ্রগতি প্রয়োজন ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টগুলোর শাব্দিক মূল্যায়ন করতে বলা হয়েছে শিক্ষকদের। এ ছাড়া শিক্ষার্থীদের সবল ও দুর্বল দিকগুলো খাতায় চিহ্নিত করে তা লিপিবিদ্ধ করতে বলা হয়েছে। এদিকে শিক্ষার্থীদের নোট-গাইড দেখে অ্যাসাইনমেন্ট তৈরি করতে নিষেধ করেছে অধিদপ্তর। নোট–গাইড দেখে অ্যাসাইনমেন্ট তৈরি করলে তা বাতিল করা হবে বলেও জানানো হয়েছে। এ ক্ষেত্রে আবারও সেই অ্যাসাইনমেন্ট করে জমা দিতে হবে।


*মাধ্যমিকের অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেখুন

মাধ্যমিকের অষ্টম সপ্তাহে ৭ বিষয়ের অ্যাসাইনমেন্ট প্রকাশ.pdf