শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফাইনাল পরীক্ষা হবে অনলাইনে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় অনলাইনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরীক্ষা কোন পদ্ধতিতে হবে সে জন্য ১৫ সদস্যবিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়েছে। সে কমিটির প্রস্তাবনা অনুযায়ী ২৭ মে পরীক্ষার পদ্ধতি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানিয়েছে, করোনা পরিস্থিতিতে গত বছরের ৩১ মার্চ থেকে অনলাইনে ক্লাস করে দুটি সেমিস্টার শেষ করেছেন শিক্ষার্থীরা। করোনাকালে সরাসরি স্নাতক (সম্মান) শেষ বর্ষ ও স্নাতকোত্তরের পরীক্ষা নেওয়া শুরু হলেও তা শেষ করা সম্ভব হয়নি। বর্তমান করোনা পরিস্থিতিতে তাই দীর্ঘদিন ধরে আটকে থাকা বিভিন্ন সেমিস্টারের ফাইনাল পরীক্ষা অনলাইনে শেষ করতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একাডেমিক কাউন্সিলে সে সিদ্ধান্তই নেওয়া হয়েছে।

করোনা পরিস্থিতিতে গত বছরের ৩১ মার্চ থেকে অনলাইনে ক্লাস করে দুটি সেমিস্টার শেষ করেছেন শিক্ষার্থীরা।

বিভিন্ন বর্ষের সেমিস্টারের ফাইনাল পরীক্ষা শেষ না হওয়ায় অনলাইন ক্লাসও এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুরু করতে পারছে না বলে শাবিপ্রবির একটি সূত্র জানিয়েছে। তাই অনলাইনে পরীক্ষা বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলামকে আহ্বায়ক ও রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেনকে সদস্যসচিব করে ১৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

আজকের একাডেমিক কাউন্সিলের সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ। আলোচনা শেষে সবার মতামতের ভিত্তিতে সভা মুলতবি রাখা হয়েছে। এ সভা আগামী বৃহস্পতিবার পুনরায় অনুষ্ঠিত হবে। সেখানে গঠিত কমিটির প্রস্তাবনা অনুযায়ী পরীক্ষার পদ্ধতি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘করোনা পরিস্থিতিতে অফলাইনে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করেই অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরীক্ষা কোন পদ্ধতিতে হবে, এর একটা খসড়া তৈরি করে আমরা আগামী বৃহস্পতিবারের একাডেমিক কাউন্সিলে উপস্থাপন করব। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’