সপ্তম শ্রেণির বিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন

অলঙ্করণ মাসুক হেলাল

অধ্যায় ৩

২৯. ধাবক দেখা যায় নিচের কোন উদ্ভিদে?

ক. দুর্বা ঘাস খ. কচুরিপানা

গ. বাঁশ ঘ. চন্দ্রমল্লিকা

৩০. নিচের কোন উদ্ভিদটির কাণ্ড ফাইলোক্ল্যাড?

ক. ফণিমনসা খ. বেল

গ. মেহেদি ঘ. ময়নাকাঁটা

৩১. রাইজোম উদ্ভিদের শল্কপত্রের কক্ষে কী উৎপন্ন হয়?

ক. কাক্ষিক মুকুল খ. চোখ

গ. অস্থানিক মূল ঘ. গুচ্ছমূল

৩২. স্টেম ট্রেনড্রিল দেখা যায় কোন উদ্ভিদে?

ক. কেয়া খ. পান

গ. হাড়জোড়া ঘ. কচু

৩৩. টিউবার বা স্ফীত কন্দের বৈশিষ্ট্য হলো—

i. পর্ব, পর্বমধ্য, শল্কপত্র ও কাক্ষিক মুকুল থাকে

ii. এরা গোলাকার রূপ ধারণ করে

iii. এরা খাদ্য সঞ্চয় করে না

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৪. রাইজোমজাতীয় কাণ্ডে—

i. নিচের দিক থেকে অস্থানিক গুচ্ছমূল বের হয়

ii. সুস্পষ্ট পর্ব এবং পর্বমধ্য দেখা যায়

iii. পর্ব হতে শল্কপত্র ও অস্থানিক মূল সৃষ্টি হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৩: ২৯. ক ৩০. ক ৩১. ক ৩২. গ

৩৩. ক ৩৪. গ

*লেখক: কৃষ্ণ চন্দ্র পাল, শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা