সিঙ্গাপুরে করোনার নতুন স্ট্রেইনে আক্রান্ত শিশুরা, স্কুল বন্ধ

প্রাইমারি, সেকেন্ডারি স্কুল ও জুনিয়র কলেজগুলোর শিক্ষা কার্যক্রম চালবে বাড়ি থেকে
ছবি: সংগৃহীত

করোনাভাইরাস মহামারি আতঙ্কে পুরো বিশ্ব। ঘাতক রূপ নিয়েছে ভাইরাসটি। এমন পরিস্থিতিতে সিঙ্গাপুরের একাধিক শিশুর শরীরে ভারতীয় স্ট্রেইনের সংক্রমণ ধরা পড়েছে। এ কারণে কোনো রকম ঝুঁকি না নিয়ে আগামীকাল বুধবার থেকে সব স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে সিঙ্গাপুর।

গত রোববার দেশটি জানায়, কাল বুধবার থেকে ২৮ মে পর্যন্ত সব স্কুল বন্ধ থাকবে। প্রাইমারি, সেকেন্ডারি স্কুল ও জুনিয়র কলেজগুলোর শিক্ষা কার্যক্রম আপাতত বাড়ি থেকেই চালানোর পরামর্শ দিয়েছে দেশটির প্রশাসন। সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রী ওং ইয়ে কুং বলেন, ভারতীয় স্ট্রেইন দেশের একাধিক অংশে ছড়িয়ে পড়েছে। মূলত সংক্রমিত হচ্ছে শিশুরা। শিক্ষামন্ত্রী চাং চুন সিং বলেন, পরিস্থিতি খুবই উদ্বেগজনক হয়ে উঠেছে। এই নতুন স্ট্রেইনে অনেক শিশু আক্রান্ত হয়েছে।

ছবি: সংগৃহীত

গত কয়েক মাসে করোনা পরিস্থিতি অনেকটাই সামলে উঠেছিল সিঙ্গাপুর। কিন্তু এবার নতুন স্ট্রেইনের কারণে বিপাকে দেশটি।

উল্লেখ্য, ইতিমধ্যেই করোনার ভারতীয় স্ট্রেইনকে ‘বিশ্বের জন্য বিপজ্জনক’ হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারতীয় স্ট্রেইনের বিরুদ্ধে করোনা টিকা কতটা কার্যকর হবে, তা এখনো অনিশ্চিত বলে জানায় সংস্থাটি।