স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা

ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নেওয়ার আগে পরীক্ষার্থীরা হাত পরিষ্কার করে নিচ্ছেন। শনিবার বগুড়ার শেরপুর সরকারি কলেজে
ছবি: প্রথম আলো

করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বগুড়ার শেরপুর সরকারি কলেজে শুরু হয়েছে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা। আজ শনিবার বেলা দুইটা থেকে এই পরীক্ষা শুরু হয়।

কলেজে পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের থার্মাল স্ক্যানার দিয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হয় এবং হাত স্যানিটাইজ করে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করানো হয়। পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের মুখে মাস্ক পরে কেন্দ্রের ঢুকতে দেখা গেছে। কলেজের প্রধান ফটকের পাশে আছে হাত ধোয়ার ব্যবস্থাও। এবার শেরপুর সরকারি কলেজে জেলার আটটি কলেজের ৫৫০ জন পরীক্ষায় অংশ নিয়েছেন।

কলেজটির অধ্যক্ষ আল মাহমুদ বলেন, শেরপুরসহ বগুড়ার ধুনট, শাজাহানপুর ও নন্দীগ্রাম উপজেলার আটটি কলেজের পরীক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। আজ থেকে শুরু হওয়া এই পরীক্ষা চলবে আগামী ২৩ মার্চ পর্যন্ত। পরীক্ষা চলাকালে প্রতিদিন পরীক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রে ঢুকতে হবে।