উপাচার্য নেই ২৯ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীফাইল ছবি

দেশের ২৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী (নওফেল)। গতকাল রোববার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য ফরিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, দেশে বর্তমানে ১১৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে। যার মধ্যে ১০৫টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালু আছে। এর মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ২৯টি পদ, সহ–উপাচার্যের ৮০টি এবং ৩৫টি কোষাধ্যক্ষের পদ শূন্য রয়েছে।

সরকারি দলের সংসদ সদস্য আলী আজমের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানান, দেশে ৭৩টি কৃষি কলেজ রয়েছে। প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে আধুনিক টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপন করা হচ্ছে। যাতে কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ বিষয়ে আধুনিক শিক্ষা অন্তর্ভুক্ত থাকবে।

সরকারি দলের সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারীর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষকদের অবসরভাতা ও কল্যাণ ভাতায় পর্যাপ্ত অর্থসংস্থান না থাকায় মূলত বেশি সময় লাগছে এবং সমস্যা তৈরি হচ্ছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সমস্যার উত্তরণে গঠিত কমিটি তাদের কার্যক্রম শুরু করেছে।