একজন শিক্ষককে বাঁচান

নাটোর জেলার মানচিত্র
প্রথম আলো

নাটোর জেলার লালপুরের মহরকয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাসরিন নাহার কিডনি রোগ সিকেডিতে (ক্রনিক কিডনি ডিজিজ) আক্রান্ত। গত বছরের নভেম্বর থেকে তাঁকে নিয়মিত ডায়ালাইসিস নিতে হচ্ছে। প্রথমে কিছুদিন কিডনি ফাউন্ডেশনে ভর্তি থাকলেও খরচ কুলাতে না পেরে বর্তমানে মিরপুরে এক রুমের বাসা ভাড়া নিয়ে থাকছেন তিনি। সেখান থেকেই চিকিৎসা নিচ্ছেন। তাঁর চিকিৎসার জন্য প্রতি মাসে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত খরচ হচ্ছে। এ পর্যন্ত ২০ লাখের বেশি টাকা খরচ হয়ে গেছে।

চিকিৎসক জানান, যত দ্রুত সম্ভব কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। আগামী অক্টোবরে চিকিৎসার জন্য তাঁকে ভারতে যেতে হবে। কিডনি ট্রান্সপ্ল্যান্ট করাতে প্রায় ২০ লাখ টাকার প্রয়োজন বলে জানান নাসরিন নাহার।

শিক্ষক নাসরিন নাহারের বয়স খুব বেশি নয়। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। কিন্তু ৩১ বছর বয়সেই তিনি কিডনির দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। তাঁর দুটি কিডনি অকার্যকর হওয়ায় সপ্তাহে দুবার ডায়ালাইসিস নিতে হয়। উন্নত চিকিৎসা না পেলে হয়তো অকালেই ঝরে যাবেন এ শিক্ষক। চলুন আমরা সবাই মিলে নাসরিন নাহারের পাশে দাঁড়াই।

নাসরিন নাহারের পাশে দাঁড়াতে চাইলে:
ব্যক্তিগত বিকাশ নম্বর: 01737165370
ব্যাংক হিসাব:
ব্যাংক হিসাবের নাম: মোসা. নাসরিন নাহার
হিসাব নম্বর-সঞ্চয়ী হিসাব: ৪৯০৮০৩৪১৩৮৬৬৮
সোনালী ব্যাংক লিমিটেড, লালপুর শাখা, নাটোর।