প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে চবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের ৫৩৬তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতার।

শিরীণ আখতার জানান, দেশের সার্বিক উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর যে অবদান, তার স্বীকৃতিস্বরূপ সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগির ডিগ্রি প্রদানসংক্রান্ত একটি চিঠি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। এরপর সবাইকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত তিনজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। ১৯৮১ সালে সর্বপ্রথম এ ডিগ্রি দেওয়া হয় বিজ্ঞানী আবদুস সালামকে, ২০০৮ সালে দেওয়া হয় ছোট দেশের বড় বিজ্ঞানী হিসেবে খ্যাত জামাল নজরুল ইসলামকে আর ২০১৮ সালে এ ডিগ্রি পান ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।