ভিকারুননিসার অধ্যক্ষ ওএসডি

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফওজিয়াকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে
ছবি: ভিকারুননিসার ওয়েবসাইট থেকে নেওয়া

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফওজিয়াকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় আজ মঙ্গলবার এ সিদ্ধান্ত নিয়েছে। ফওজিয়াকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরে ওএসডি করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, নানা অনিয়মের অভিযোগেই মূলত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফওজিয়াকে ওএসডি করা হয়েছে। বিসিএস শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তাকে গত বছর প্রেষণে বেসরকারি এই কলেজে অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করা হয়েছিল।

এদিকে ফওজিয়ার স্থলাভিষিক্ত করা হয়েছে রাজধানীর রূপনগরের দুয়ারীপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুন নাহারকে। তিনিও শিক্ষা ক্যাডারের কর্মকর্তা।

এ দুই সিদ্ধান্তের বিষয়ে আজ পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।