মার্কিন দূতাবাস শিক্ষার্থীদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট দেবে কাল

যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোয় ফল সেমিস্টারে ভর্তি হওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কাল বুধবার ভিসা অ্যাপয়েন্টমেন্ট দেবে ঢাকার আমেরিকান দূতাবাস। আজ মঙ্গলবার ঢাকায় মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে।

দূতাবাসের বার্তায় বলা হয়েছে, ফল সেমিস্টারের শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি। মার্কিন দূতাবাসে আগামীকাল ভিসা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। সকাল আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এই ভিসা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। যাঁরা ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য প্রস্তুত আছেন, তাঁদের দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোয় ফল ও স্প্রিং সেমিস্টারে শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়। আগস্টের শেষ থেকে সাধারণত ফল সেমিস্টার শুরু হয়। ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরুতে এ সেমিস্টার শেষ হলে শুরু হয় স্প্রিং সেমিস্টার। চলে মে পর্যন্ত। বাংলাদেশি শিক্ষার্থীরা সাধারণত ফল সেমিস্টারেই বেশি ভর্তি হন।