বিদেশগামী শিক্ষার্থীদের সনদ যাচাই হবে অনলাইনে
বিদেশগামী শিক্ষার্থীদের সনদ/একাডেমিক ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্র যাচাই ও সত্যায়ন শুরু হয়েছে অনলাইনে। ১ অক্টোবর থেকে অনলাইনের মাধ্যমে সম্পাদন করা হচ্ছে।
এ তথ্য জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে Online Application মডিউলে প্রবেশ করে আবেদন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে। নিচের আবেদনের লিংক (যেকোনো একটি লিংকে প্রবেশ করে আবেদন করা যাবে):
১. www.dhakaeducationboard.gov.bd
২. www.mygov.bd