বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ডিজাস্টার ম্যানেজমেন্টে মাস্টার্স, জিপিএ ২.৫ হলেই আবেদন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
ফাইল ছবি

২০২৩-২৪ শিক্ষাবর্ষে ডিজাস্টার ম্যানেজমেন্টে প্রফেশনাল মাস্টার্সে (পিএমডিএম) শিক্ষার্থী ভর্তিতে আবেদন আহ্বান করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। আগ্রহী প্রার্থীরা ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করতে পারবেন। এ কোর্সের ক্লাস হবে প্রতি শুক্র ও শনিবার।

কোর্সের বৈশিষ্ট্য

  • কোর্সের মেয়াদ: ২ বছর (৬ সেমিস্টার);

  • মোট ক্রেডিট: ৬৬;

আবেদনের যোগ্যতা

  • যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

  • বিএসসি/বিএ/বিএসএসে জিপিএ ৪ স্কেলে ন্যূনতম সিজিপিএ ২.৫ অথবা দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;

  • এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫ স্কেলে ন্যূনতম সিজিপিএ ২.৫ অথবা দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;

  • সরকারি–বেসরকারি সংস্থা, বিদেশি সংস্থা, গণমাধ্যম, দাতা সংস্থা, সশস্ত্র বাহিনী বা অন্য কোনো প্রতিষ্ঠানের কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে;

আরও পড়ুন

আবেদন ফি
ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগ থেকে নগদ ১,০০০ টাকা দিয়ে সরাসরি আবেদনপত্র সংগ্রহ করতে হবে

ভর্তি পরীক্ষা
আগামী ৫ আগস্ট বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লিখিত পরীক্ষা এবং বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ক্লাস শুরু কবে
এই কোর্সের ক্লাস শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে।

এ কোর্স সম্পর্কে বিস্তারিত আরও তথ্য জানতে ক্লিক করতে পারবেন।

আরও পড়ুন