চুয়েটে আন্তর্জাতিক সম্মেলন শুরু আগামীকাল

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) যন্ত্রকৌশল বিভাগের আয়োজনে আগামীকাল বৃহস্পতিবার শুরু হবে দুই দিনব্যাপী যন্ত্রকৌশল ও নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন।

এ উপলক্ষে আগামীকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য সত্য প্রসাদ মজুমদার এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম।

সপ্তমবারের মতো আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত, নরওয়ে, রাশিয়া, যুক্তরাজ্য, মালয়েশিয়াসহ প্রায় ১১টি দেশ থেকে যন্ত্রকৌশল বিভাগের অন্তত ৩ শতাধিক শিক্ষক, গবেষক, বিজ্ঞানী ও উদ্যোক্তারা অংশ নেবেন।

সম্মেলনে ৮টি কি-নোট সেশন, ৬টি আমন্ত্রিত স্পিচ, ১৪টি কারিগরি সেশন ও ১টি প্লেনারি সেশন অনুষ্ঠিত হবে। সম্মেলনের প্রথম দিনে ৭টি সেশনে ৭২টি এবং দ্বিতীয় দিনে ৭টি সেশনে ৬২টিসহ মোট ১৩৪টি প্রবন্ধ উপস্থাপিত হবে।