ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ খান। তিনি এই বিভাগের সাবেক চেয়ারম্যান। তবে বর্তমানে তিনি বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) সহ-উপাচার্য। সেখানে উপাচার্য না থাকায় এখন বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে এই নিয়োগ দিয়েছেন। একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরীকে বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩ সালের আদেশের আর্টিকেল ১১(২) অনুযায়ী সাময়িকভাবে অধ্যাপক নিয়াজ আহমেদ খানকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন। উপাচার্য পদে এ নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন–ভাতাদি পাবেন। তবে বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্য সুবিধা ভোগ করবেন।
অধ্যাপক নিয়াজ আহমেদ খান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। পরে দেশে-বিদেশে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর স্বায়ত্তশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য (ভিসি), সহ-উপাচার্য, কোষাধ্যক্ষসহ শীর্ষ পর্যায়ে শিক্ষক-কর্মকর্তারা পদত্যাগ করছেন। তাঁরা সবাই বিগত সরকারের আমলে নিয়োগ পাওয়া। এ পরিস্থিতিতে ‘অভিভাবকহীন’ হয়ে পড়া এসব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে না। এখন উপাচার্য নিয়োগ শুরু হলো।
এদিকে সহ–উপাচার্য হিসেবে অর্থনীতি বিভাগের অধ্যাপক সায়মা হক বিদিশা এবং ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইসমাইল নিয়োগ পেতে পারেন বলে আলোচনা চলছে।