সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে বিজনেস আইডিয়া জেনারেশন প্রতিযোগিতা ৫ ডিসেম্বর
৫ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রাণ পমিগ্র্যানেট ফ্রুট ড্রিংক প্রেজেন্টস ইনজিনিয়াস ২.০ বিজনেস আইডিয়া জেনারেশন প্রতিযোগিতা’। অনুষ্ঠানটি আয়োজন করছে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ক্লাব সাউথইস্ট বিজনেস ইনোভেশন ফোরাম।
প্রতিযোগিতাটি আয়োজনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সৃজনশীলতা, নতুন সমস্যা উদ্ভাবন ও সমাধান এবং দক্ষতা উন্নয়নে একটি উপযোগী পরিবেশ তৈরি করা।
কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে মূলত দুটি অংশে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। কলেজ পর্যায়ের প্রতিটি দল তাদের আইডিয়া উপস্থাপন করে একটি দেয়ালপত্রিকা তৈরি করবে। ৫ ডিসেম্বর দেয়ালপত্রিকা প্রদর্শন করা হবে।
বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা অনলাইনে তাঁদের আইডিয়া প্রদান করবেন। চূড়ান্ত পর্বের জন্য বাছাইকৃত দলগুলো তাদের আইডিয়া উপস্থাপন করবে। সব অংশগ্রহণকারীর জন্য থাকবে সনদ। বিজয়ী দলগুলোর জন্য থাকবে আকর্ষণীয় উপহার, সম্মাননা স্মারক ও প্রাইজমানি। কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে শ্রেষ্ঠ অ্যাম্বাসেডরদের সম্মাননা প্রদান করা হবে।
এ অনুষ্ঠানের টাইটেল স্পনসর প্রাণ পমিগ্র্যানেট ফ্রুট ড্রিংক, স্টাডি অ্যাব্রোড পার্টনার বি গ্লোবাল, স্ট্র্যাটিজিক পার্টনার এক্সিলেন্স বাংলাদেশ, নিউট্রিশন পার্টনার শক্তি প্লাস ও ফটোগ্রাফি পার্টনার চেক মেট ইভেন্টস। আয়োজনের অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে রয়েছে প্রথম আলো।