বিএসএমএমইউতে ‘অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রামে’ আবেদন আহ্বান

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শিশু বিভাগে ‘অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রামে’–এর জন্য আবেদন আহ্বান করা হয়েছে। ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিএসএমএমইউ’র শিশু রিউম্যাটোলজি ডিভিশন কর্তৃক পরিচালিত জুলাই-২০২৩ সেশনে এক বছর মেয়াদি ‘অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রামে’ নিম্নে উল্লেখিত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করার আহ্বান করা যাচ্ছে।’

আবেদনের যোগ্যতা

*প্রার্থীকে শিশু বিষয়ে এমডি/এফসিপিএস অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে।
*বয়স সর্বোচ্চ ৪৫ বছর।

আবেদনের শর্ত

*নির্বাচিত প্রার্থীদের সার্বক্ষণিক শিশু ডিভিশনের সঙ্গে সংযুক্ত থাকতে হবে

*কোর্স ফি ১০ হাজার টাকা।

*কোর্স শুরুর সময় শিশু ডিভিশনের অ্যাকাউন্টে caution money হিসেবে ১০ হাজার টাকা জমা দিতে হবে।