পুঁজিবাজার নিয়ে মাস্টার্সে পড়াশোনা, জিম্যাট–জিআরই স্কোরে সরাসরি ভর্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) পুঁজিবাজার সম্পর্কিত শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ দিয়ে থাকে। এই প্রতিষ্ঠানে ‘মাস্টার অব অ্যাপ্লায়েড ফাইন্যান্স অ্যান্ড ক্যাপিটাল মার্কেট (এমএএফসিএম)’ প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। ২০২৫-এ (স্প্রিং সেশন) ৮ম ব্যাচে পড়তে আগ্রহী শিক্ষার্থীরা এমএএফসিএম কোর্সে আবেদন করতে পারবেন।
মাস্টার অব অ্যাপ্লায়েড ফাইন্যান্স অ্যান্ড ক্যাপিটাল মার্কেট কোর্সটি বাংলাদেশে পরবর্তী প্রজন্মের পুঁজিবাজারবিষয়ক পেশাজীবী তৈরির জন্য দুই বছরের একটি কোর্স। চাহিদা অনুযায়ী দক্ষ পুঁজিবাজার বিশেষজ্ঞ তৈরিতে সহায়তা করবে এ দুই বছরের প্রোগ্রাম। জিম্যাটে ৫০০ স্কোর, জিআরইতে ৩০০ স্কোর, সিএফএ, আইসিএবি, আইসিএমএবি, এসিসিএ, সিআইএমএ, সিপিএ, আইসিএসবির মতো পেশাজীবী সদস্যরা সরাসরি পড়তে পারবেন ৫১ ক্রেডিটের এ কোর্সে।
এমএএফসিএমে দুই বছরের পড়াশোনা শেষে কমার্শিয়াল ব্যাংকিং, ইনভেস্টমেন্ট ব্যাংকিং, ফান্ড ম্যানেজমেন্ট, সিকিউরিটিজ ট্রেডিং, ইকুইটি রিসার্স, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস, ফাইন্যান্সিয়াল রেগুলেশনস নিয়ে ক্যারিয়ার গড়ার সুযোগ মিলবে।
আগ্রহীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন ৬ জানুয়ারি–২০২৫ সাল পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ জানুয়ারি ২০২৫।
আবেদনের যোগ্যতা—
দুই বছরমেয়াদি এই প্রোগ্রামের জন্য চার বছরমেয়াদি স্নাতক বা সমমান ডিগ্রি অথবা মাস্টার্স ডিগ্রি। সিজিপিএ থাকতে হবে ২ দশমিক ৫ (৪ এর মধ্য)।
সরাসরি ভর্তিতে যা দরকার—
জিম্যাটে কমপক্ষে ৫০০ স্কোর অথবা জিআরই স্কোর কমপক্ষে ৩০০ থাকতে হবে;
সিএফএ, আইসিএবি, আইসিএমএবি, এসিসিএ, সিআইএমএ, সিপিএ, আইসিএসবি সদস্য।
নির্বাচনপদ্ধতি—
এ কোর্সে ভর্তির জন্য অনলাইনে ও অফলাইন দুভাবে আবেদন করা যাবে।
সব প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। এরপর মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে আবেদনকারীদের।
লিখিত ও মৌখিক পরীক্ষার সঙ্গে একাডেমিক (স্নাতক বা মাস্টার্স ডিগ্রি পর্যন্ত) পড়াশোনা ও সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতার ভিত্তিতে চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে।
আবেদন ফি—
১,০০০ (এক হাজার) টাকা।
*কোর্স ও আবেদনের বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন। এ ছাড়া কোর্স সম্পর্কে জানতে 01572112496 ও [email protected], [email protected] যোগাযোগ করতে পারেন।