চুয়েটে তিন দিনব্যাপী ‘ইইই ডে-২০২২’ শুরু
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের আয়োজনে ‘ইলেকট্রিক্যাল সার্জ’ শীর্ষক ‘ইইই ডে-২০২২’ শুরু হয়েছে।
তিন দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের প্রথম দিনে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বিভাগের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন চুয়েটের উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল ভবন হয়ে কেন্দ্রীয় অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। এতে অতিথিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
এরপর বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের সভায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম।
উপাচার্য বলেন, ‘ডিজিটাল বাংলাদেশে দক্ষ ও বিশ্বমানের প্রকৌশলী প্রস্তুত করতে বর্তমান প্রশাসন সচেষ্ট রয়েছে। আমাদের ইইই বিভাগে রয়েছে অত্যাধুনিক ল্যাব, যা অনেক বিশ্ববিদ্যালয়ে নেই। দেশের বড় বড় প্রকল্প বাস্তবায়নে আমাদের প্রকৌশলীরা কাজ করে যাচ্ছেন। এতে সুনাম বাড়ছে। সরকারের ভিশন ২০৪১ বাস্তবায়নের জন্য আমাদের আরও ভালো ভালো কাজ করে দেখাতে হবে।’
তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ রুবাইয়াৎ তানভীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ভারপ্রাপ্ত ডিন কাজী দেলোয়ার হোসেন ও একই বিভাগের অধ্যাপক মাহমুদ আবদুল মতিন ভূঁইয়া।
১৮ ব্যাচের শিক্ষার্থী মো. ইফতেখার ইবনে জালালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ইলেকট্রিক্যাল অ্যান্ড অটোমেশন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী মুশফিকুর রহমান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে চুয়েটের বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান এবং সেন্টার চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। এবারের ইইই ডে-২০২২–এর আহ্বায়ক ছিলেন ইইই বিভাগের সহকারী অধ্যাপক সম্পদ ঘোষ।
দিবসটি উপলক্ষে দুপুর সাড়ে ১২টায় ‘বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ইইই বিভাগের শিক্ষার্থীদের জন্য সরকারি চাকরির সুবিধা’ শীর্ষক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রামের রাউজান তাপবিদ্যুৎকেন্দ্রের সহকারী প্রধান প্রকৌশলী আফরোজা আক্তার। এ ছাড়া ‘ভবিষ্যতে ইন্ডাস্ট্রিতে পদার্পণের উপযোগী দক্ষতা আনয়ন’ শীর্ষক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ইলেকট্রিক্যাল অ্যান্ড অটোমেশন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী মুশফিকুর রহমান।
তিন দিনব্যাপী ইইই ডে-এর অনুষ্ঠানমালার দ্বিতীয় দিনে থাকছে সার্কিট অলিম্পিয়াডসহ বিভিন্ন প্রতিযোগিতা। সমাপনী দিনে থাকছে প্রীতি ফুটবল ম্যাচ, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট। কনসার্ট মাতাবে জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন।