অধ্যক্ষ-উপাধ্যক্ষ হতে আবেদন শেষ আজই
দেশের বিভিন্ন সরকারি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদে পদায়ন পেতে আগ্রহী শিক্ষা ক্যাডারের অধ্যাপক পদমর্যাদার কর্মকর্তাদের কাছ থেকে আবেদন চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ১৪ থেকে ১৬তম ব্যাচের শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা এ আবেদন করতে পারছেন। অনলাইনে অধ্যক্ষ-উপাধ্যক্ষ হতে আবেদন করতে পারবেন কর্মকর্তারা। তাঁরা আবেদন করার সুযোগ পাবেন ২৪ ডিসেম্বর পর্যন্ত।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৪ থেকে ১৬ ব্যাচের অধ্যাপক পযমর্যাদার কর্মকর্তাদের মধ্যে অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদে বদলি বা পদায়নে আগ্রহীদের ১৪ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের লিংক ব্যবহার করে অনলাইনে আবেদন করার পরামর্শ দেওয়া হলো। ওই আবেদনগুলো অধ্যক্ষ, উপাধ্যক্ষ বা প্রতিষ্ঠানপ্রধানদের ২৫ ডিসেম্বরের মধ্যে কর্তৃপক্ষ বরাবর অগ্রায়ণ করতে বলা হলো।
সরকারি কলেজের শিক্ষক বদলি-পদায়ন নীতিমালা ২০২০ অনুযায়ী অনলাইনে বদলির আবেদন দাখিল করতে হবে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের। অনলাইন ছাড়া অন্য কোনো উপায়ে পাঠানো আবেদন বিবেচনা করবে না শিক্ষা মন্ত্রণালয়।
দেশে সরকারি কলেজের সংখ্যা ৬৩২। এর মধ্যে ২০১৮ সালে জাতীয়করণ হয় ৩০৩টি শিক্ষাপ্রতিষ্ঠান।