শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনের চাকরি মেলা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুই দিনব্যাপী গ্র্যাজুয়েটদের জব ফেস্ট (চাকরি মেলা) শুরু হয়েছে। এবারের চাকরি মেলায় দেশের ৩৫টির বেশি প্রতিষ্ঠান প্রায় ৩০০টির বেশি চাকরি নিয়ে অংশ নিয়েছে।

আজ বুধবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে চাকরি মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন। এ সময় তিনি বলেন, ‘আশা করি, কোম্পানিগুলো এ মেলা থেকে তাদের চাহিদামতো গ্র্যাজুয়েট পাবে। সিলেট বিভাগের প্রার্থীদের জন্য এটি একটি বড় সুযোগ।’ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কাজ করছেন জানিয়ে তিনি বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা দক্ষ ও যোগ্য। এবারও যারা নিয়োগ পাবে, সুনাম ধরে রাখবে।’ এ সময় আয়োজকদেরকে ধন্যবাদ জানান কোষাধ্যক্ষ।

আরও পড়ুন

আয়োজক কমিটি জানায়, প্রতিবছরের মতো এবারও দুই দিনব্যাপী চাকরি মেলার আয়োজন করেছে সাস্ট ক্যারিয়ার ক্লাব। ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে চলবে চাকরি মেলা। প্রথম দিন (৩১ জানুয়ারি) চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে কোম্পানিগুলো জীবনবৃত্তান্ত (সিভি) জমা নেবে। পরদিন ১ ফেব্রুয়ারি পদ শূন্যতার ভিত্তিতে সিভি জমা নিয়ে বিভিন্ন কোম্পানি নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎ নেবে।

এ ছাড়া মেলা থেকে বিভিন্ন কোম্পানির নির্ভুল নিয়োগপ্রক্রিয়া সম্পর্কে ধারণা নিতে পারবেন গ্র্যাজুয়েটরা। এতে বৃহত্তর সিলেটের স্নাতক সম্পন্ন করা প্রার্থীরা পছন্দের কোম্পানিগুলোতে একাধিক পোস্টের জন্য সুনির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে পারবেন বলে আয়োজকেরা জানিয়েছেন। এই চাকরি মেলায় সিলেটের সব ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন, এমনকি বাংলাদেশের অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবেন।

আরও পড়ুন

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক জহির বিন আলম, গবেষণাকেন্দ্রের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম, আইআইসিটি পরিচালক অধ্যাপক জহিরুল ইসলাম, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক আবদুল্লাহ আল মামুন, প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা অধ্যাপক মোজাম্মেল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবুল হাকিম প্রমুখ।

চাকরি মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, নাভানা গ্রুপ, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, এপেক্স ফুটওয়্যার লিমিটেড, হামিম গ্রুপ, ক্রাউন সিমেন্ট, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, কাজী অ্যান্ড কাজী টি, আইডিপি এডুকেশন, প্রিমিয়াম ফিশ অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্টাফ এশিয়া, আরএফএল গ্রুপ, আড়ং, প্রাণ গ্রুপ, বিএসআরএম, শেভরন পারফেট্টি ভ্যান মেলেসহ বিভিন্ন জাতীয় ও বহুজাতিক কোম্পানি।

আরও পড়ুন

এবারের চাকরি মেলায় ব্রোঞ্জ স্পনসর হিসেবে আছে ‘লাইটক্যাসেল পার্টনারস’। স্ন্যাকস পার্টনার হিসেবে প্রাণ, বেভারেজ পার্টনার হিসেবে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, রিক্রুটমেন্ট পার্টনার হিসেবে বিডিজবস ডট কম, স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ওয়াদওয়ানি ফাউন্ডেশন ও ব্রিলিয়ান্ট ব্রেইনস ভ্যালি, ব্রডকাস্ট পার্টনার সময় নিউজ টিভি, প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে আছে কালের কণ্ঠ ও বিজনেস স্ট্যান্ডার্ড। এ ছাড়া ক্যাম্পাস পার্টনার হিসেবে আছে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই সোসাইটি, আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইউনিভার্সিটির আইবিএ বিজনেস ক্লাব-সিলেট, মেট্রোপলিটন ইউনিভার্সিটির সিএসই সোসাইটি, নর্থইস্ট ইউনিভার্সিটির বাংলাদেশের এনইইউবি সোশ্যাল সার্ভিসেস ক্লাব এবং লিডিং ইউনিভার্সিটির আইইইই কম্পিউটার সোসাইটি।

আরও পড়ুন