অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী

সিতারা পারভিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অতিথিদের সঙ্গে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা। মোজাফফর আহমেদ চৌধুরী অডিটরিয়াম, সামাজিক বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়
ছবি: শুভ্র কান্তি দাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় সেরা ফল অর্জন করা ১০ শিক্ষার্থীকে ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য মো. আখতারুজ্জামান৷

প্রয়াত সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদের কন্যা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলীর স্ত্রী অধ্যাপক সিতারা পারভীন ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে এক সড়ক দুর্ঘটনায় মারা যান৷ তাঁর স্মরণে পরিবারের পক্ষ থেকে বিভাগে অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার চালু করা হয়৷

‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান
ছবি: শুভ্র কান্তি দাশ

এবার পুরস্কার পেয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ১০ জন শিক্ষার্থী৷ তাঁরা হলেন নাসিমুল হুদা, শামস রাহমান, সুমাইয়া সানজানা নিম্মি, নওশিন বিথী, অর্থি নবনীতা, মারিয়া আনিস চৌধুরী, মাহফুজুল ইসলাম, নিতি চাকমা, সুজন সেনগুপ্ত ও সৈয়দ মোহাম্মদ রাহাতুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, অধ্যাপক সিতারা পারভীন ছিলেন একদমই স্বচ্ছ সাদা মনের মানুষ, একেবারেই নিরহংকার। আমরা কখনোই বুঝতে পারিনি যে তিনি বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মেয়ে—তিনি এতটাই অনাড়ম্বর জীবন যাপন করতেন এবং সবার সঙ্গে মিশে যেতেন। তিনি ছিলেন একজন সৎ ও আদর্শবান শিক্ষক।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবুল মনসুর আহাম্মদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন জিয়া রহমান। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এবং প্রয়াত সিতারা পারভীনের স্বামী আহাদুজ্জামান মোহাম্মদ আলী এতে বক্তব্য দেন।