বিশ্বের যে ৬ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে টেলর সুইফটকে নিয়ে কোর্স
মার্কিন গায়িকা টেলর সুইফট। খ্যাতি বিশ্বজোড়া। গান আর কনসার্টে মাতিয়ে রাখেন দর্শকদের। সেই টেলর সুইফটকে নিয়ে পড়ানো হয় বিশ্বের ছয়টি বিশ্ববিদ্যালয়ে। আমেরিকা ও বেলজিয়ামের বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে টেলরের গান, গানের কথা নিয়ে নানা কোর্স। শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবেও মার্কিন গায়িকাকে নিয়ে পড়ানো হচ্ছে। গ্যামি অ্যাওয়ার্ডজয়ী এই গায়িকাকে নিয়ে পড়ার জন্য কোর্স আছে। কোর্সগুলোর মূল উদ্দেশ্য সংগীত রচনায় শিক্ষার্থীদের আগ্রহী করে তোলা।
১.
বেলজিয়ামের ঘেন্ট বিশ্ববিদ্যালয়ে নতুন একটি কোর্স চালু হয়েছে টেলর সুইফটের নামে। টেলরের মিউজিক নিয়ে পড়ানো হবে সাহিত্যবিষয়ক কোর্সে। এ কোর্সের নাম ‘লিটারেচার: টেলর’স ভার্সন’।
২.
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে টেলর সুইফটকে নিয়ে চালু হয়েছে একটি কোর্স। কোর্সের নাম ‘দ্য লাস্ট গ্রেট আমেরিকান সং রাইটার: স্টোরি টেলিং উইথ টেলর সুইফট থ্রু দ্য এরাস’। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট ইনিশিয়েটেডের আওতায় এ কোর্স মূলত ‘সহপাঠ’ কার্যক্রম। তবে এটিই টেলর সুইফটকে নিয়ে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রথম কোর্স নয়। এ বছরের শুরুতে বিশ্ববিদ্যালয়টিতে ‘অল টু ওয়েল (টেন উইক ভার্সন)’ নামের একটি কোর্স চালু হয়। কোর্সটির অনুপ্রেরণা ছিল তাঁর গাওয়া ‘অল টু ওয়েল (টেলর’স ভার্সন)’ গানটি।
৩.
নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে গত বছর থেকে টেলর সুইফটকে নিয়ে একটি কোর্স পড়ানো হয়। এ বিশ্ববিদ্যালয়ের ক্লিভ ডেভিস ইনস্টিউট প্রথম টেলর সুইফটকে নিয়ে একটি কোর্স চালু করে। এই কোর্সে ফোকাস হলো সংগীতজ্ঞ হিসেবে টেলর সুইফটের ক্যারিয়ার।
৪.
অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিতে নতুন একটি কোর্স পড়ানো হচ্ছে শিক্ষার্থীদের। নতুন এই কোর্সের নাম ‘সাইকোলজি অব টেলর সুইফট’। একজন পিএইচডি শিক্ষার্থী এ কোর্সের মডিউল তৈরি করেছেন।
৫.
ইউনিভার্সিটি অব টেক্সাস ২০২২ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী টেলর সুইফটকে নিয়ে একটি কোর্স চালু করে। বিশ্ববিদ্যালয়টির লিবারেল আর্টস প্রোগ্রামে এ কোর্স পড়ানো হবে।
৬.
বোস্টনের বার্কলে কলেজ অব মিউজিক–এর শিক্ষার্থীরা এখন থেকে টেলরের গান নিয়ে পড়াশোনা করবেন। এ কোর্সের মূল ফোকাস হলো টেলর সুইফটের সং রাইটিং।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস