১৫টি প্রশ্নের উত্তর দিয়ে কোটি রুপি জিতল অষ্টমের শিক্ষার্থী

অষ্টম শ্রেণির শিক্ষার্থী মায়াঙ্কছবি: সংগৃহীত

ভারতের অন্যতম রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী এক কোটি রুপি জিতেছে। তার নাম মায়াঙ্ক। অমিতাভ বচ্চনের এই শোতে সবচেয়ে ছোট প্রতিযোগী হিসেবে কোটি রুপি জিতে রেকর্ড গড়েছে মায়াঙ্ক। এ বছরের আগস্টে শুরু হয়েছে কেবিসির নতুন সিজন। সম্প্রতি শুরু হয়েছে ‘জুনিয়র’ স্পেশাল উইক। সেখানেই হরিয়ানা রাজ্যের মহেন্দ্রগড়ের ১৪ বছরের কিশোর জিতে নিল কোটি রুপি।

আরও পড়ুন

হরিয়ানার প্রতিযোগী মায়াঙ্কের জ্ঞানে মুগ্ধ অমিতাভ বচ্চন। দেশ-বিদেশের নানা ক্ষেত্র নিয়ে তার জ্ঞান তাক লাগিয়েছে সবাইকে। দুর্দান্ত খেলে কোটিপতি হয়ে দারুণ উচ্ছ্বসিত মায়াঙ্কও। মা–বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে খুদে এই প্রতিযোগী।

এ পর্বের একটি প্রমো এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করেছে সনি টিভি। সেখানে দেখা যায় আত্মবিশ্বাসী ও উচ্চাভিলাষী মায়াঙ্ক কোটি রুপি জিতে নিয়েছে। ভিডিওতে তরুণ প্রতিযোগীকে বলতে শোনা যায়, ‘একমাত্র গুরুত্বপূর্ণ জিনিস হলো আপনার জ্ঞান।’ এ পোস্টে অমিতাভ মায়াঙ্কের মা–বাবাকে তার নৈপূণ্য সম্পর্কে জানতে চান। তার বাবা বলেন, সে তার স্কুলের শিক্ষকদেরও চাপে রাখে। ক্লাসে সে তার সহপাঠীদের থেকে দুই ধাপ এগিয়ে।

আরও পড়ুন

পরপর ১৫টি প্রশ্নের উত্তর দিয়ে মায়াঙ্ক কোটি রুপি জিতে নেয়, তবে এরপরের প্রশ্নের উত্তর সে দিতে পারেনি। উত্তর সঠিক দিতে পারলে সে জিতত সাত কোটি রুপি।

মায়াঙ্ক জানিয়েছে, ‘আমি ভাগ্যবান যে আমার জ্ঞান কেবিসির মঞ্চে তুলে ধরতে পেরেছি। অমিতাভ স্যারের সঙ্গে বসার সুযোগ পাওয়াটাই সবচেয়ে বড় কথা। উনি আমাকে শুরু থেকে অনুপ্রাণিত করেছেন।’

আরও পড়ুন