ডেঙ্গু থেকে রক্ষায় স্কুলে ফুলপ্যান্ট-ফুলহাতা শার্ট পরে আসার নির্দেশ কলকাতায়

ডেঙ্গু রোগের বাহক এডিস মশা
ফাইল ছবি: রয়টার্স

ডেঙ্গুর প্রকোপ বাড়ছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়। কলকাতা পৌরসভার হিসাব বলছে, শহরজুড়ে আক্রান্ত ব্যক্তির সংখ্যা দিন দিন বাড়ছে। এ অবস্থায় শহরের স্কুলের জন‌্য নতুন নির্দেশিকা জারি করেছে কলকাতা পৌরসভা।

নির্দেশনায় বলা হয়েছে, পরিষ্কার রাখতে হবে স্কুলের ছাদ ও আশপাশের এলাকা। যেহেতু ডেঙ্গুর মশা দিনের বেলায় বেশি কামড়ায়। তাই প্রতিটি শিক্ষার্থীকে ফুলহাতা ইউনিফর্ম পরে স্কুলে আসতে বলা হয়েছে। ছেলে শিক্ষার্থীরা হাফপ্যান্টের বদলে ফুলপ্যান্ট পরে স্কুলে আসবে।

গতকাল মঙ্গলবার কলকাতা পৌরসভায় ডেঙ্গু নিয়ন্ত্রণে উচ্চপর্যায়ের একটি বৈঠক হয়। সেখানে মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে ডেঙ্গু নিয়ে নানা আলোচনা শেষে বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়। এর মধ্যে স্কুলের জন্য নির্দেশনা দেওয়া হয়।

শিশুশিক্ষার্থীদের কথা মাথায় রেখে স্বাস্থ্যবিষয়ক নির্দেশিকাও জারি করা হয়। সরকারি–বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের ফুলহাতা জামা ও ফুলপ্যান্ট পরে স্কুলে আসতে বলা হয়েছে। পাশাপাশি প্রতিটি স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে, স্কুলসংলগ্ন আশপাশ ও বাগান পরিষ্কার–পরিচ্ছন্ন রাখতে হবে।

আশপাশের চত্বরে যাতে পানি না জমে ও মশার লার্ভা না জন্মায়, সেদিকেও সজাগ দৃষ্টি রাখতে হবে। কলকাতা পৌরসভার ১৪৪টি ওয়ার্ডেই পাঠানো হয়েছে এ নির্দেশনা।