মাউশি ও নায়েমের নতুন মহাপরিচালক
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. এহতেসাম উল হক। এ ছাড়া জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. জুলফিকার হায়দার। গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) পৃথক দুটি প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়। তবে এটি আজ জানাজানি হয়।
মাউশির মহাপরিচালকের পদটি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শীর্ষ হিসেবে বিবেচনা করা হয়। নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পাওয়া এহতেসাম উল হক রসায়নের অধ্যাপক।
এত দিন তিনি পটুয়াখালী সরকারি কলেজে কর্মরত ছিলেন। তিনটি শর্তে তাঁকে চলতি দায়িত্বে মহাপরিচালক করা হয়েছে। শর্তগুলো হলো চলতি দায়িত্ব কোনো পদোন্নতি নয়, এই দায়িত্বের কারণে তিনি পদোন্নতি দাবি করতে পারবেন না। এই পদে নিয়মিত পদোন্নতির মাধ্যমে কর্মকর্তা নিয়োগ করা হলে তাঁর যোগদানের তারিখ থেকে এই চলতি দায়িত্বের আদেশটি বাতিল বলে গণ্য হবে।
মাউশির মহাপরিচালকের পদটি প্রায় এক মাস ধরে শূন্য ছিল। মাউশির একজন পরিচালক কিছুদিন ধরে এই পদে রুটিন দায়িত্ব পালন করে আসছিলেন।
অন্যদিকে নায়েমের মহাপরিচালক পদে নিয়োগ পাওয়া জুলফিকার হায়দার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ঊর্ধ্বতন বিশেষজ্ঞ ছিলেন।