শীতের কারণে নওগাঁসহ ২ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার বন্ধ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)ছবি: সংগৃহীত

তীব্র শীতের কারণে নওগাঁ ও বগুড়ার সব শিক্ষাপ্রতিষ্ঠান আজ সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে।

গতকাল রোববার নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ সোমবারও (২২ জানুয়ারি) নওগাঁয় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। এ অবস্থায় আজ জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট শিক্ষা বিভাগ।

আরও পড়ুন

এদিকে আজ বগুড়ার তাপমাত্রা এ বছরের সর্বনিম্ন। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে হওয়ায় জেলার সব বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, শৈত্যপ্রবাহের পূর্বাভাস থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে জেলার ১ হাজার ৩৬০টি প্রাথমিক বিদ্যালয়, ৪৪৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩৫০টি মাদ্রাসা সোমবার বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

বগুড়া আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক শাহ আলম বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। মৃদু শৈত্যপ্রবাহ জেলাজুড়ে চলছে। এই মাসে এটি অব্যাহত থাকতে পারে। বগুড়া জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন জানান, সকালে জেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে বিদ্যালয়টি বন্ধ ঘোষণা করা হয়।

জেলা শিক্ষা অফিসার হজরত আলী ইউএনবিকে জানান, জেলার সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সব উপজেলা শিক্ষা অফিসকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।

সারা দেশে চলমান শৈত্যপ্রবাহে সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার।

আরও পড়ুন
আরও পড়ুন