ভারতের বিহারে শিক্ষা বিভাগে জিনস, টি-শার্ট পরা নিষিদ্ধ

ছবি: সংগৃহীত

ভারতের বিহারে শিক্ষা বিভাগের সব অফিসে জিনস, টি-শার্ট ও ক্যাজুয়াল পোশাক পরা নিষিদ্ধ করা হয়েছে। রাজ্যর শিক্ষা বিভাগ এক আদেশে এ কথা জানিয়েছে। তাদের ভাষ্য, এসব পোশাক অফিস সংস্কৃতির সঙ্গে মানানসই নয়।

এনডিটিভির খবরে বলা হয়েছে, শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) গত বুধবার এ–সংক্রান্ত আদেশ জারি করেছে। আদেশে টি-শার্ট ও জিনস পরে অফিসে আসা কর্মচারীদের নিয়ম ভঙ্গকারী হিসেবে অভিহিত করেছেন। এখন থেকে সব কর্মকর্তা-কর্মচারীকে শুধু আনুষ্ঠানিক পোশাকে শিক্ষা বিভাগের অফিসে আসতে হবে।

আরও পড়ুন
আরও পড়ুন

পিটিআইয়ের এক খবরে বলা হয়েছে, অবিলম্বে শিক্ষা দপ্তরের সব অফিসে ক্যাজুয়াল পোশাকে—বিশেষ করে জিনস ও টি-শার্ট না পরার আদেশ কার্যকর করা হবে।

তবে এ ব্যাপারে বারবার চেষ্টা করেও বিহারের শিক্ষামন্ত্রী চন্দ্র শেখরের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে এপ্রিলে রাজ্যর সারান জেলার জেলা ম্যাজিস্ট্রেট সরকারি অফিসে সব সরকারি কর্মীকে জিনস ও টি-শার্ট পরতে নিষেধ করেছিলেন। তাদের আনুষ্ঠানিক পোশাক পরতে ও পরিচয়পত্র বহন করতে বলা হয়েছিল।

২০১৯ সালে বিহারের রাজ্য সরকার কর্মীদের পদ অনুসারে রাজ্য সচিবালয়ে জিনস ও টি-শার্ট পরা নিষিদ্ধ করেছিল। অফিসরীতি ঠিক রাখতে রাজ্য সরকার সচিবালয়ের কর্মীদের অফিসে সহজ, আরামদায়ক ও হালকা রঙের পোশাক পরতে বলেছিল।