এবার সহযোগী অধ্যাপক পদে ৭৬৫ জনের পদোন্নতি

শিক্ষা মন্ত্রণালয়ফাইল ছবি

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে এবার সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি হয়েছে। সহকারী অধ্যাপক পর্যায়ের ৭৬৫ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সহযোগী অধ্যাপক করা হয়েছে।

৭৬৫ জন সহযোগী অধ্যাপকের তালিকা দেখুন.pdf

আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের দুটি পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এর মধ্যে একটি প্রজ্ঞাপনে ৭৬৪ জন ও আরেকটি প্রজ্ঞাপনে একজনকে পদোন্নতি দেওয়ার কথা জানানো হয়। পদোন্নতি পাওয়া সহযোগী অধ্যাপকেরা জাতীয় বেতন স্কেলের পঞ্চম গ্রেড (মূল বেতন ৪৩ হাজার থেকে শুরু করে ৬৯ হাজার ৮৫০ টাকা) অনুযায়ী বেতন পাবেন। এর আগে গত সেপ্টেম্বর মাসে সহযোগী অধ্যাপক পর্যায়ের ৯২২ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অধ্যাপক করা হয়।

আরও পড়ুন

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর পর থেকে বিভিন্ন পর্যায়ের সরকারি চাকরিজীবীদের পদোন্নতি দিচ্ছে অন্তর্বর্তী সরকার।

আরও পড়ুন