বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০ সালের সরকারি কলেজের শিক্ষক বদলি বা পদায়ন নীতিমালা অনুযায়ী অনলাইনে বদলির আবেদন করতে হবে। একই সঙ্গে অনলাইন ছাড়া অন্য কোনো উপায়ে করা আবেদন বিবেচনা করা হবে না। বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে বদলি বা পদায়নে আগ্রহীরা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.shed.gov.bd) সংশ্লিষ্ট লিংক ব্যবহার করে আবেদন করতে হবে।