তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে মাদ্রাসা-পলিটেকনিকে যে নির্দেশনা

প্রথম আলো ফাইল ছবি

চলমান শৈত্যপ্রবাহে দিনের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে দাখিল ও ইবতেদায়ি মাদ্রাসাও বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক আদেশে এ তথ্য জানানো হয়। এ ছাড়া কারিগরি শিক্ষা অধিদপ্তরের আদেশে দেশের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজও (টিএসসি) বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন

আদেশে বলা হয়, যেসব জেলায় দিনের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে, সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তা মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশনা দেবেন। সিদ্ধান্ত ই-মেইলের মাধ্যমে অবহিত করতে হবে। একই কারণে সব জেলা বা উপজেলার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি। যদি মাউশি তিন দফা আদেশ দেয়।

কুয়াশায় ঢাকা শীতের সকালে বিদ্যালয়ের পথে এক শিক্ষার্থী। চেলোপাড়া এলাকা, বগুড়া, ১৫ জানুয়ারি
ছবি: সোয়েল রানা

দিনের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নামলে স্কুল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিল শিক্ষা বিভাগ। তবে দেশের ছয়টি জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার খবর পাওয়া যায়নি।

তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামা চার জেলার জেলা শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। এর মধ্যে একজন বলেছেন, তাঁরা গতকাল মঙ্গলবার কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেননি। আরেকজন আজ সন্ধ্যায় বলেছেন, এ নিয়ে তাঁরা সভা করছেন। আরেকজন বলেছেন, পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেবেন।