২০২৩ সালে বাংলাদেশ থেকে কমনওয়েলথ বৃত্তি পেয়েছেন ২৪ জন। তাঁরা ইউনিভার্সিটি অব অক্সফোর্ড, ইউনিভার্সিটি অব কেমব্রিজ, ইউনিভার্সিটি কলেজ লন্ডন, ইউনিভার্সিটি অব ওয়ারউইক, ইউনিভার্সিটি অব এডিনবার্গসহ যুক্তরাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পড়বেন। তাঁদের জন্য একটি প্রি-ডিপারচার সেশন আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল। আজ সোমবার (২৮ আগস্ট) ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে এ সেশন আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সফলতা উদ্‌যাপন করা হয়। তাঁরা কমনওয়েলথ স্কলারশিপ অ্যালামনাইদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য জানার ও পরামর্শ নেওয়ার সুযোগ পান। এতে করে যুক্তরাজ্যে তাঁদের মানিয়ে নেওয়া সহজ হয়। অনুষ্ঠানটিতে কমনওয়েলথ বৃত্তি কর্মসূচির ইতিবাচক প্রভাব সম্পর্কে জানানো হয়। কমনওয়েলথ বৃত্তির প্রতিটি স্কিম কঠোর প্রতিযোগিতামূলক এবং প্রার্থীদের অসামান্য একাডেমিক রেকর্ড এবং আবেদনই এসব স্কিমে তাঁদের বৃত্তি লাভে সফলতা এনে দিতে সহায়তা করে।

আরও পড়ুন

শিক্ষার্থীদের অভিবাসনব্যবস্থায় দুর্নীতি নিয়ে উদ্বিগ্ন কানাডার অভিবাসনমন্ত্রী

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক স্বাগত বক্তব্যে বলেন, কমনওয়েলথের প্রতি যুক্তরাজ্যের অঙ্গীকারের অংশ হিসেবে প্রতিবছর প্রায় ৮০০ শিক্ষার্থীকে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ দেওয়া হয়। আমি এ বছর কমনওয়েলথ স্কলারশিপপ্রাপ্ত ২৪ জন বাংলাদেশি স্কলারকে অভিনন্দন জানাই এবং তাঁদের অব্যাহত সাফল্য কামনা করছি।

ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর বাংলাদেশ টম মিসিওসিয়া বলেন, ‘এখন পর্যন্ত বাংলাদেশের ১ হাজার ৮০০ শিক্ষার্থী এ বৃত্তি থেকে উপকৃত হয়েছেন। বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে তাঁদের জ্ঞানের বিকাশকে প্রসারিত করেছে। বৈশ্বিক মঞ্চে ইতিবাচক প্রভাব রাখার ক্ষেত্রে বৃত্তিপ্রাপ্তদের শুভকামনা।

আরও পড়ুন

ঢাকা শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৩৬২, ফেল থেকে পাস ১০৪

এ বছর বাংলাদেশ থেকে বৃত্তিপ্রাপ্তরা জেন্ডার অ্যান্ড ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাকটিভ হেলথ, অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স, রিস্ক, ডিজাস্টার অ্যান্ড রিজিলিয়েন্স, ডেভেলপমেন্ট স্টাডিজ, মেডিকেল ইমেজিং, এনভায়রনমেন্টাল ল, ইকোনমিকস ফর ডেভেলপমেন্ট, গ্লোবাল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, মাইগ্রেশন, মোবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট, কমিউনিটি, এনগেজমেন্ট এবং বিলংগিং, ফার্মেসি, পাবলিক পলিসি, পাবলিশিং স্টাডিজ, ইন্টারন্যাশনাল রিলেশনস, বায়োলজি, ক্লিনিক্যাল অ্যান্ড পাবলিক হেলথ নিউট্রিশন, অ্যাপ্লায়েড ইনফেকশাস ডিজিজ এপিডেমিলোজি, এডুকেশন: ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এডুকেশন, ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড ফাইন্যান্স বিষয়ে পড়াশোনা করবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক বিশ্বজিৎ চন্দ্র, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ স্কলারস অ্যান্ড ফেলোসের (বিএসিএসএএফ) প্রেসিডেন্ট অধ্যাপক রফিকুল ইসলাম এবং ব্রিটিশ কাউন্সিল এবং ব্রিটিশ হাইকমিশনের কর্মকর্তারা। বিজ্ঞপ্তি